সোমবার ● ২৯ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » আইটি » লক্ষ্মীপুর-৪ আসনে ৮ প্রার্থীর মনোনয়ন পত্র জমা
লক্ষ্মীপুর-৪ আসনে ৮ প্রার্থীর মনোনয়ন পত্র জমা
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
![]()
লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগর আসনের ৭ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ডিসেম্বর) শেষ দিনে প্রার্থীরা জেলা রিটার্ণিং কর্মকর্তা, রামগতি উপজেলা সহকারী রিটার্ণিং ও কমলনগর উপজেলা সহকারী রিটার্ণিং কর্মকর্তার কার্যালয় উপস্থিত হয়ে তাদের মনোনয়ন পত্র জমা দেন।
![]()
রামগতি ও কমলনগর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন নিজান, জাতীয় সমাজ তান্ত্রিক দল-জেএসডির মনোনীত মিসেস তানিয়া রব, জামায়াতের মনোনীত প্রার্থী এআর হাফিজ উল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা খালেদ সাইফুল্লাহ, বাসদের প্রার্থী এ্যাড মিলন মন্ডল, স্বতন্ত্র প্রার্থী সাবেক রামগতি উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, আ ন ম মঞ্জু মোরশেদ ও নুরুল হুদা চৌধুরী মনোনয়ন পত্র জমা দেন। এ দিকে গণ অধিকার পরিষদের প্রার্থী রেদোয়ান উল্লাহ খান মনোনয়ন পত্র সংগ্রহ করলেও জমা দেননি।
![]()
কমলনগর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান জানান, লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের যারাই মনোনয়ন পত্র জমা দিয়েছেন আমরা জেলা রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করেছি। যাচাই-বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।





করোনাকালে অনলাইনে নারীদের যৌন হয়রানি বাড়ছে 