

সোমবার ● ১৪ জুলাই ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » জীবন যেখানে যেমন
জীবন যেখানে যেমন
মুহাম্মদ আলমগীর হোসেন
আমৃত্যু জেল পরোয়ানা তামিল
ভোরের নীরবতা ভেঙে
বার্তাকক্ষে খুশির জোয়ার।
তামিলকারী দারোগা-ফোর্সের তরে
বড় কর্তার বিশেষ পুরস্কার ঘোষনা।
আলো ফুটতেই হাজতীকে দেখতে
আফিস কর্তাদের ভিড়।
গালভর্তি হাসি আর
তৃপ্তির আবেশে পরিতৃপ্ত সবাই।
আহ! কত দিন এমন ভালো কাজ হয় না!
হাতকড়া লাগিয়ে কোর্টে নিতেই
উকিল বাবুও হাসলেন।
গম্ভীর বিচারকের আদেশে
সেন্ট্রাল জেলে নিতেই
খুশির জোয়ারে ভাসলেন জেলপ্রহরী।
এই হাসির সঠিক অর্থ
কয়েদী বুঝিলেন না।
শুধু বুঝিলেন অদূরে দাড়িয়ে কাঁদছে
নির্ঘুম অনাহারী স্ত্রী সন্তান।
শিশু সন্তান কোলে নিয়ে
গায়ের মোহনীয় গন্ধ শুকতে
বড় সাধ জাগিলো কয়েদীর।
হায় জীবিকা! হায় মন!
জীবন যেখানে যেমন ॥