

বুধবার ● ১৬ জুলাই ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা
কমলনগরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের স্পন্দন সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন
সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হোছাইন, কৃষি কর্মকর্তা ইকতারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবদুল কাদের মোজাহিদ,জেএসডির সভাপতি অবদুল মোতালেব, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম দিদার হোসেন, প্রেসক্লাব সভাপতি ইউছুফ আলী মিঠু, তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল্লা আল মামুন, খেলাফত মজলিস কমলনগর উপজেলা সভাপতি মাওলানা মোহাম্মদ উল্লাহ, সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, আতহ জুলাই যোদ্ধা আবদুল আহাদ ফারাবী ও শহীদ মাজাহারের ভাই হুমায়ুন কবির প্রমূখ।