

রবিবার ● ২৯ জুন ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » জারিরদোনা খাল
জারিরদোনা খাল
রাকিবুল ইসলাম রাহান
হাজিরহাটের পাশে খাল,
চলত জলের টান।
নৌকা ভেসে গাইত লোক,
জারির শত গান।
সবুজ পাড়ে বাতাস বয়,
ঢেউয়ে বাজে সুর।
প্রকৃতিরই প্রাণ সে খাল,
ছিলো সে কত ঘুর!
আজকে যেন শুকনো বুক,
বালু চেপে রয়।
ঘেরা দেয়াল নিঃসাড় জল,
চোখে জলই কয়।
খাল তো প্রকৃতির রক্ত,
স্রোতই তার ভাষা।
চুপ করে যদি থাকে সব,
মরে যাবে আশা।
দখল করে গড়ছে ঘর,
থামে খালের প্রাণ।
গাছও কাঁদে, বাতাস বোঝে,
নীরবতার গান।
চাই না মিথ্যা বুলি আর,
চাই না শুধু বুলি।
ফিরিয়ে দাও প্রাণ খালেতে,
ভাঙো মিথ্যা গুলি।
সবুজ পাড়ে গাছ দুলবে,
পাখি গাইবে গান।
শিশুদের সাথে হাঁটবে খাল,
ফিরে আসুক প্রাণ।