রবিবার ● ২৬ জুন ২০২২
প্রথম পাতা » জাতীয় » কমলনগরে কৃষি মেলার উদ্বোধন
কমলনগরে কৃষি মেলার উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রোববার সকালে এ উপলক্ষ্যে একটি র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান প্রদক্ষিণ করেন। পরে এক আলোচনা সভায় মিলিত হন তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামামদ কামরুজ্জামানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, লক্ষ্মীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. জাকির হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আকতারুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক আহমেদ, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর ও সমাজ সেবা কর্মকর্তা মো. মাসুদ তালকদার প্রমূখ। নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও চট্টগ্রাম কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় ৩দিন ব্যাপী এ মেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ১৫টি স্টল অংশ নেন।

      
      
      



    জাতীয় শ্রমিক শক্তি’র যুগ্ম সদস্য সচিব হলেন রামগতির কৃতি সন্তান ‘পীরাচা’    
    কমলনগরে প্রবীণ সাংবাদিক হাফিজ উল্লাহর দাফন সম্পন্ন, প্রেসক্লাবের শোক    
    কমলনগরে স্কুল পর্যায়ে টাইফয়েড ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন    
    ৫ দফা দাবিতে কমলনগরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ    
    কমলনগরের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবকের ওপর হামলা      
    কমলনগরে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে  ৪ হাজার বিবাহ নিবন্ধন, হাতিয়ে নিলেন কোটি কোটি টাকা      