

শুক্রবার ● ৫ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » বিদ্রোহী প্রার্থীর প্রচারণা অংশ নেওয়ায় আ.লীগ নেতা বহিষ্কার
বিদ্রোহী প্রার্থীর প্রচারণা অংশ নেওয়ায় আ.লীগ নেতা বহিষ্কার
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে আওয়ামী লীগ নেতা ডালিম কুমার দাস শ্রীপদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাত ৯ টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুুল আমিন মাস্টার ও সাধারণ সম্পাদকএকেএম নুরুল আমিন রাজুর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলামকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে।কিন্তু ডালিম কুমার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েও বিদ্রোহী প্রার্থী আশ্রাফ উদ্দিন রাজন রাজুর (মোটরসাইকেল) পক্ষে নির্বাচনী প্রচারণায় কাজ করছেন। ভোটারদের কাছে ভোট চাইছেন।এটি দলের নেতাদের তদন্তে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে ডালিম কুমার দলীয় গঠনতন্ত্রের ৪৭ ধারা ভঙ্গ করেছে, এতে দলীয় গঠনতন্ত্রের ৪৮ (৯) ধারা অনুযায়ী সাধারণ সম্পাদক পদসহ দলীয় সকল কার্যক্রম থেকে অব্যহতি দেওয়া হয়েছে।