শুক্রবার ● ৫ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুর জেলা জেএসডি’র উদ্যোগে আলোচনা সভা
লক্ষ্মীপুর জেলা জেএসডি’র উদ্যোগে আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে জাতীয় সমাজ তান্ত্রিক দল- জেএসডির ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও জেলা জেসডির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জগদীস চন্দ্র সাহা পঞ্চুর স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় টাউন হলে জেলা জেএসডি এ আলোচনা সভার আয়োজন করে। জেলা জেসডি’র সভাপতি অধ্যক্ষ মুনছুরুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেএসডি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সানোয়ার হোসেন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক এম ইউছুফ ও প্রচার সম্পাদক মোশাররফ হোসেন, সম্পাদক ইঞ্জিনিয়ার আবুল মোবারক, অধ্যক্ষ হারুনুর রশিদ বাবুল,মোঃ আবুল হাসেম মোল্লাহ প্রমুখ। জেলা জেএসডির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মোতালেবের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সিরাজ গঞ্জ জেলা জেসডির সভাপতি মনোয়ার হোসেন, রামগতির সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু, কমলনগরের সাংগঠনিক সম্পাদক এবিএম বাবুল মুন্সি, যুবপরিষদের আহবায়ক মাহমুদুর রহমান বেলাল ও যুগ্ম আহ্বায়ক এম এ এহসান রিয়াজ প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ চলমান নৈরাজ্য-সন্ত্রাস-গুম-খুন, ভোট ডাকাতি, ভোট চুরি, চাঁদাবাজি, দ্রব্য মুল্যের অস্বাভাবিক বৃদ্ধি রোধ, দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার জন্য সাম্প্রদায়ীক সম্প্রীতি রক্ষা ও মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ে তোলার জন্য সর্বস্তরের দল-মহলের অন্তর্ভূক্তিমুলক জাতীয় সরকার গঠনের আন্দোলন জোরদার করার আহবান জানিয়েছেন। তাদের বক্তব্যে জগদীশ চন্দ্র সাহা পঞ্চুদার আলোকউজ্জল রাজনৈতিক, ক্রীড়া-সাংস্কৃতিক জীবনের উপর আলোকপাত করেন এবং পঞ্চুদা তার কর্মের মধ্য দিয়ে চিরঞ্জীব থাকবেন বলে মত প্রকাশ করেন।





লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের জোট প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ির মৃত্যু
কমলনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
কমলনগরে হৃদরোগ প্রতিরোধে সচেতনতামূলক সভা
কমলনগর ক্রিকেট লীগ সিজন -২ এর উদ্বোধন
খালেদা জিয়া সুস্থ হয়ে উঠার উপরে বাংলাদেশের অনেক কিছু নির্ভর করে : কমলনগরে জোটের প্রার্থী তানিয়া রব 