শিরোনাম:
ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২
---

Newsadvance24
শনিবার ● ৩১ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » জমায়াত ভোটের এক দিন আগেও শরীহা আইন সমর্থন করলে জোটের সম্ভাবনা থাকবে : খালেদ সাইফুল্লাহ ‎
প্রথম পাতা » চট্টগ্রাম » জমায়াত ভোটের এক দিন আগেও শরীহা আইন সমর্থন করলে জোটের সম্ভাবনা থাকবে : খালেদ সাইফুল্লাহ ‎
২০ বার পঠিত
শনিবার ● ৩১ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জমায়াত ভোটের এক দিন আগেও শরীহা আইন সমর্থন করলে জোটের সম্ভাবনা থাকবে : খালেদ সাইফুল্লাহ ‎

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

---

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের ইসলামি আন্দোলন বাংলাদেশের  (হাতপাখা) এমপি প্রার্থী মাওলানা খালেদ সাইফুল্লাহ বলেন, জামায়াতে ইসলামি বাংলাদেশসহ ইসলামি দল গুলোর বৃহত্তর জোটের সাথে আমাদের প্রথম দাবি ছিলো আমরা সরকার গঠন করে শরীহা আইন চালু করবো। শুরুতে জামায়াত আমাদের দাবির সাথে এক থাকলেও পরবর্তীতে তারা তাদের অবস্থান থেকে সরে এসেছে।  তখন তারা বলছেন এ মুহূর্তে শরীহা আইন চালু করার মত পরিস্থিতি বাংলাদেশের হয়নি। আমি মনে করি তারা পশ্চিমাদের কথায় ক্ষমতার জন্য শরীহা আইন মানতে চান না। যার কারণে তাদের সাথে আমার ঐক্যমত্য থাকা সম্ভব হয়নি। কারণ ইসলামি আন্দোলন বাংলাদেশ ক্ষমতার রাজনীতি করে না। আমরা কোরআন হাদীসের আলোকে দেশ পরিচালনা করতে চাই। এখনো জামায়াত যদি আমাদের কথা শুনে;  তাহলে ভোটের এক দিন আগেও  আমরা জোটবদ্ধ হয়ে ভোট করার সম্ভাবনা রয়েছে। শনিবার সকালে তাদের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন।

‎ তিনি বলেন,যখন আমরা বুজতে পেরেছি জামায়াতে ইসলামী শরীহা আইন চালু করবে না এবং হিন্দু সম্প্রদায়ের মানুষকে দলীয় মনোনয়ন (দাঁড়িপাল্লা প্রতিক) দিয়েছেন ; তখনই ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতে ইসলামীর সাথে একমত হতে পারেনি।

‎ওই সময় তিনি আরো বলেন, বাংলাদেশ দুর্নীতি চর্চা থেকে বেরিয়ে আসতে হলে আগে বড় দুর্নীতিবাজদের আইনের আওতায় এনে শরীহা আইনে বিচার করতে হবে। তাহলে  ছোট ছোট দূর্নীতিবাজরা ভয়ে দুর্নীতি ছেড়ে দিবেন। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র ইসলামী দল যারা আল্লাহ’র আইনে শতভাগ বিশ্বাসী। যারা ইসলামী আন্দোলনের সাথে জোট করতে চান তারা অবশ্যই ইসলামী রাস্ট্র নির্মাণে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। যারা রাষ্ট্রক্ষমতার লোভে আল্লাহর আইন ও শরীহা মানবেনা তাদেরকে এই মুসলিম রাষ্ট্র মেনে নিবে না। তাদের দলের কেউ দুর্নীতিতে জড়ালে কি পদক্ষেপ নিবেন ; সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাওলানা খালেদ সাইফুল্লাহ বলেন, যেকোন অনিয়ম দুর্নীতিতে নিজ দলের কেউ জড়িত হলেও তাকে  ইসলামি আন্দোলন বাংলাদেশ শরীহা আইনে বিচার করতে বদ্ধপরিকর।

‎এ সব বিষয়ে জাতির সামনে খোলাসা করার জন্য রোববার (১ই ফেব্রুয়ারী) উপজেলার হাজিরহাট বালুর মাঠে এক জনসভা অনুষ্ঠিত হবে।  ওই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আমীর মুফতী  সৈয়দ রেজাউল করিম।  এ সময় তিনি সাংবাদিকের একান্ত উপস্থিতি কামনা করেন।

‎মতবিনিময় সভায়  আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কমলনগর শাখার সভাপতি মাওলানা আব্দুর রহমান মাহমুদী, মুফতী শরীফুল ইসলাম, জেলা কার্যনির্বাহী সদস্য ও নির্বাচন পরিচালক, যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী একেএম আব্দুজ জাহের আরেফী, লক্ষ্মীপুর জেলা ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মুহাম্মদ শোরাফ উদ্দিন স্বপন, মাওলানা মোস্তাফিজুর রহমান প্রমুখ।





আর্কাইভ