শনিবার ● ২২ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » খেলাধুলা » কমলনগরে কেসিএল’র খেলার ড্র ও ট্রফি উন্মোচন
কমলনগরে কেসিএল’র খেলার ড্র ও ট্রফি উন্মোচন
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
![]()
লক্ষ্মীপুরের কমলনগরে কমলনগর ক্রিকেট লীগ (কেসিএল)’র সিজন-২ এর খেলা ড্র ও ট্রফি উন্মোচন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পালকি চাইনিজ রেষ্টুরেন্টে শতমুখ স্বপ্ন ফাউন্ডেশনের আয়োজনে এ ড্র ও ট্রফি উন্মোচন করা হয়।কেসিএল খেলা পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আকরাম হোসেন সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর ওয়েলকেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন মিস্টার, কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, সহসভাপতি সানা উল্লাহ সানু, সাধারন সম্পাদক মো. ফয়েজ, লক্ষ্মীপুর হাইফাই ক্রীড়াচক্রের পরিচালক, মাহবুবুর রহমান, কলেজ রোড ক্রীড়া সংঘের সভাপতি এমরান হোসেন রাজু, উপজেলা একাদশ ক্লাবের উপদেষ্টা মাকছুদুর রহমান, রাজিব দেবনাথ, মেডিক্যাল টিমের প্রতিনিধি এমরান হোসেন, স্পন্সর, মীর হোসেন মারুফ, আমজাদ হোসেন শামিম ও জাহেদ হোসেন মিঠু। কেসিএল খেলা পরিচালনা কমিটির সদস্য এড এমরান হোসেন নিখিলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন সাজু, যুগ্ম আহবায়ক আকবর হোসেন, সদস্য মো আবদুল্লাহ আল ফারুক জুয়েল, ইলিয়াছ হোসেন, রেদোয়ান হোসেন বাহার,ওসমান গনি, মাইদুল ইসলাম শামিম,আকরাম হোসেন অরুন।
এছাড়াও দলীয় ম্যানেজারদের মধ্যে বক্তব্য রাখেন এড, ফখরুল ইসলাম, শামছুল আলম নিশাদ,আবদুস সোবহান, মো জোবায়ের হোসেন, মো. রাসেল, শাকের তালুকদার, জহির উদ্দিন বাবর, নাদির হোসেন সজল, আশরাফ উদ্দিন শাইন, মো. ইমতিয়াজ, নাসির খান, মাজহার হোসেন, আকরাম হোসেন পটু, মাইন উদ্দিন ও মো. ওয়াসিম প্রমুখ।
প্রবাসীদের সম্মার্থে কেসিএল গত বছর বর্ণাঢ্য আয়োজনে এ খেলা শুরু হয়। এ বছর সিজন-২তে ২৬টি দল অংশগ্রহন করে।





কমলনগরে তারুণ্যের উৎসবে বিভিন্ন প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ
কমলনগরে করুনানগর ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
কমলনগরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো কেসিএল’র ফাইনাল খেলা
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেসিএল’র ফাইনাল খেলা
কমলনগরে ক্রিকেট লীগ টুর্নামেন্টের উদ্বোধন
কমলনগরে সাংবাদিক স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
কমলনগর ক্রিকেট লীগ খেলার ‘ড্র’ ও ট্রফি উম্মোচন
সাফল্য অর্জনে এখন নারীরা এগিয়ে : তানিয়া রব 