শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ন ১৪৩২
---

Newsadvance24
মঙ্গলবার ● ২৫ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » রামগতি-কমলনগরে আ স ম রবের উন্নয়ন এখনো দৃশ্যমান : তানিয়া রব ‎
প্রথম পাতা » চট্টগ্রাম » রামগতি-কমলনগরে আ স ম রবের উন্নয়ন এখনো দৃশ্যমান : তানিয়া রব ‎
৬২ বার পঠিত
মঙ্গলবার ● ২৫ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রামগতি-কমলনগরে আ স ম রবের উন্নয়ন এখনো দৃশ্যমান : তানিয়া রব ‎

‎কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি

---

জাতীয় সমাজ তান্ত্রিক দল জেএসডির সহসভাপতি ও লক্ষ্মীপুর -৪ (রামগতি-কমলনগর) আসনের জোটের প্রার্থী মিসেস তানিয়া রব বলেছেন, আ স ম আবদুর রব এ আসন থেকে তিন বার এমপি হয়েছেন ওনার উন্নয়ন এখনো দৃশ্যমান। কিন্তু পরে যারা এমপি হয়েছেন তারা মানুষের জন্য কি করেছেন?। খালি খালি ভোট আসলে বড় বড় কথা বলেন। আবার আ স ম রব সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেন এটা ঠিক নয়। তবে দীর্ঘদিন সংসদ সদস্য পদে থেকে কি করেছেন রামগতি-কমলনগরের মানুষ সব জানে।

‎তিনি বলেন, জুলাই আন্দোলনে সম্মুখসারীতে অংশগ্রহণ ছিলো আমাদের। যেখানে বিএনপি’র নীতি নির্ধারকরা আমাদের সাথে জোট বদ্ধ হয়েছে। এখন দেশে যে ভোটের আয়োজন হতে যাচ্ছে এটা একটি গনঅভ্যুত্থানে ফল। এতে আপনার অংশগ্রহণ কতোটুকু ছিলো?।

‎আ স ম আব্দুর রব স্বাধীনতা যোদ্ধের মহানয়ক। আপনি বিএনপি’র প্রার্থী পরিচয় দিয়ে অপপ্রচার চালাচ্ছেন। আপনাকে হুশিয়ার করে দিতে চাই; যোগ্যতা অনুযায়ী কথা বলবেন। সোমবার রাতে উপজেলার হাজিরহাট তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে গণঅভ্যুত্থানের অঙ্গীকার পূরণে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের দাবিতে জেএসডি’র যুবপরিষদের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

‎ বিএনপি মনোনীত সংসদ সদস্য আশ্রাফ উদ্দিন নিজান’কে ইঙ্গিত করে মিসেস তানিয়া রব বলেন,আমি আমাদের নেতাকর্মীদের ধৈর্য ধরতে বলেছি। আপনাকে হুশিয়ার করে দিতে চাই। কুরুচিপূর্ণ মন্তব্য করে আপনার ব্যক্তিত্ব কোথায় নিয়ে যাচ্ছেন; একবার ভেবে দেখুন। এখনো সময় আছে সংযত হয়ে কথা বলবেন। নচেৎ আমাদের নেতাকর্মীরা আর ধৈর্য ধরবে না।

‎কমলনগর উপজেলা যুবপরিষদের আহবায়ক মাহমুদুুর রহমান বেলাল এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, জেএসডি’র কমলনগর উপজেলা সভাপতি অধ্যক্ষ আব্দুল মোতালেব, জাতীয় যুব পরিষদ কেন্দ্রীয় সভাপতি এসএম সামছুল আলম নিক্সন, সাধারণ সম্পাদক এম.সফিকুল ইসলাম সফিক, জোটের ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য পদে প্রার্থী ফারজানা দিবা, যুব পরিষদের সিনিয়র সহসভাপতি আবু মুসা, সহসভাপতি ইউছুফ আলি মিঠু, লক্ষ্মীপুর জেলা জেএসডি সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বাবুল, কমলনগর উপজেলা জেএসডির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, রামগতি উপজেলা যুব পরিষদের সভাপতি হান্নান হাওলাদার।

‎কমলনগর যুব পরিষদের যুগ্ম আহবায়ক শিব্বির মাহমুদ দেওয়ানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, হাজিরহাট ইউনিয়ন জেএসডি’র সভাপতি খোরশেদ আলম মেম্বার, কামাল দেওয়ান, তোরাবগঞ্জ কলেজ অধ্যক্ষ মহি উদ্দিন মুন্না, কমলনগর উপজেলা জেএসডি’র সাংগঠনিক সম্পাদক বাবুল মুন্সি, যুব পরিষদের যুগ্ম আহবায়ক ছবুর খান,আবুল বাসেত খোকন ও আক্তার হোসেন।





আর্কাইভ