

বৃহস্পতিবার ● ৮ মে ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ৪ ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা
কমলনগরে ৪ ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগরে মেয়াদোত্তীর্ণ কীট, অনুমোদন না থাকায় চার ডায়াগনস্টিক সেন্টার এক লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাম আদালত। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.আরাফাত হোছাইন হাজিরহাট বাজারে অভিযান দিয়ে এ জরিমানা আদায় করেন। জরিমানাকৃত ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো-হাজির হাট মর্ডাণ মেডিটেক সেন্টার ৫০ হাজার, বিসমিল্লাহ মেডিকেল সেন্টার ২০ হাজার, স্কয়ার ডিজিটাল ল্যাব ২০ হাজার ও নিউ মেঘনা ডায়াগনস্টিক সেন্টার ১০ হাজার টাকা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সব্য সাচী নাথ ও স্যানেটারি ইন্সপেক্টর মো. রিয়াজ হোসাইন।
কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা সব্য সাচী নাথ বলেন, মেয়াদোত্তীর্ন কীট লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজ পত্র না থাকা ৪ ডায়াগনস্টিক সেন্টারে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ওই প্রতিষ্ঠানগুলোকে সকল কাগজপত্র ঠিক করে ল্যাব পরিচালনার জন্য সময় দেয়া হয়েছে।