বৃহস্পতিবার ● ৮ মে ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ৪ ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা
কমলনগরে ৪ ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
![]()
লক্ষ্মীপুরের কমলনগরে মেয়াদোত্তীর্ণ কীট, অনুমোদন না থাকায় চার ডায়াগনস্টিক সেন্টার এক লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাম আদালত। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.আরাফাত হোছাইন হাজিরহাট বাজারে অভিযান দিয়ে এ জরিমানা আদায় করেন। জরিমানাকৃত ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো-হাজির হাট মর্ডাণ মেডিটেক সেন্টার ৫০ হাজার, বিসমিল্লাহ মেডিকেল সেন্টার ২০ হাজার, স্কয়ার ডিজিটাল ল্যাব ২০ হাজার ও নিউ মেঘনা ডায়াগনস্টিক সেন্টার ১০ হাজার টাকা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সব্য সাচী নাথ ও স্যানেটারি ইন্সপেক্টর মো. রিয়াজ হোসাইন।
কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা সব্য সাচী নাথ বলেন, মেয়াদোত্তীর্ন কীট লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজ পত্র না থাকা ৪ ডায়াগনস্টিক সেন্টারে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ওই প্রতিষ্ঠানগুলোকে সকল কাগজপত্র ঠিক করে ল্যাব পরিচালনার জন্য সময় দেয়া হয়েছে।





কমলনগরে প্রাণি সম্পদ মেলার উদ্বোধন
লঞ্চঘাটে চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার -৩, পদ থেকে বহিষ্কার
ব্যাডমিন্টন খেলতে গিয়ে কমলনগরের শিক্ষার্থীর মৃত্যু
রামগতি-কমলনগরে আ স ম রবের উন্নয়ন এখনো দৃশ্যমান : তানিয়া রব
কমলনগরে কেসিএল’র খেলার ড্র ও ট্রফি উন্মোচন
কমলনগরে অসহায়দের মাঝে অনুদানের চেক বিতরণ 