রবিবার ● ৪ মে ২০২৫
প্রথম পাতা » জাতীয় » আমি নিশ্চুপ
আমি নিশ্চুপ
সুচিত্র রঞ্জন দাস
![]()
তুমি চিঠি লেখোনি, তাই না?
আমি নিশ্চুপ,
তারপর কাঙ্ক্ষিত সেই অভিমান,
যাও, আর কখনো চাইবো না।
আমি আসলেই লেখিনি,
কোনোমতে পরের জন্য জমা রাখলাম।
ভাবনায় আজ হাজার জিনিসের বিচরণ,
সেখানে আমি নিজেকে খুঁজে পাই না,
ক্ষণগুলোও বেচে দিয়েছি সেই কবে,
হয়তো অজানা এক মোহে।
কবিতা না-হয়ে ওঠা কথাগুলো আজকাল আরো বেশি অগোছালো হয়েছে,
মৃতপ্রায় অবশিষ্ট কিছু ছন্দের আমায় ছেড়ে যাবার প্রস্তুতি,
তবু বুক পকেটে একটা চিঠি নিয়েই এবার সামনে দাঁড়াতে হবে;
খুব সাধারণ একটা কাগজ, পাঁচ টাকার একটা কলম,
আমার অসুন্দর হাতের লেখা, আর কিছু কথা।
সত্যি একটা চিঠি এবার লিখেই ফেলবো,
পরের জন্য আর তুলে রাখবো না।
এসবে ডুবে রাস্তায় নিরুদ্দেশ হাঁটছিলাম,
একটা বাসের শব্দে ঘোর কেটে যায়,
এক প্রাণহীন জিনিসের ছুঁটে চলা, ঠিক আমার মতো।





কমলনগরের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবকের ওপর হামলা
কমলনগরে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে ৪ হাজার বিবাহ নিবন্ধন, হাতিয়ে নিলেন কোটি কোটি টাকা
ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের সংগ্রাম গড়ে তুলতে হবে : বাংলাদেশ ছাত্রলীগ
কমলনগরে এনজিও’র কর্মী পরিচয়ে ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিলেন প্রতারক চক্র, গ্রেপ্তার ৩
‘স্বপ্ন’ এখন হাজিরহাটে
বিরল রোগে আক্রান্ত কমলনগরের ছাত্রদল নেতা ‘ইউছুপ’ বাঁচতে চায়
কমলনগরে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন করলেন শালা দুলাভাই 