মঙ্গলবার ● ২৯ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে গৃহবধূকে মারধরের অভিযোগ
কমলনগরে গৃহবধূকে মারধরের অভিযোগ
কমলনগর ( লক্ষ্মীপুর) প্রতিনিধি
![]()
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লক্ষ্মীপুর কমলনগরে শাহানাজ বেগম (৩৫) নামে এক গৃহবধূকে অতর্কিত হামলা করে মারধরের অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে উপজেলার হাজির হাট ইউনিয়নে ফরান হাজি বাড়িতে এ ঘটনা ঘটে। একই বাড়ির চাচা শ্বশুর মো. খালের নেতৃত্বে তার স্ত্রী ও মেয়ে এ হামলা করেন বলে জানান ওই গৃহবধূর স্বামী মো.হারুনুর রশিদ। পরে বাড়ির লোকজন ওই গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গৃহবধূর স্বামী মো. হারুনুর রশিদ বলেন, বাড়ির চলাচলের রাস্তায় তিন দিন আগে তার চাচা মো, খালেদ কাটা দিয়ে বন্ধ করে দেন । তাদের সাথে তার চাচার সাথে জমি নিয়ে দীর্ঘদিন থেকে ঝামেলা চলছে।ঐ রাস্তার মাথায় খালেদের ভাড়াটিয়া লোকজন তার স্ত্রীকে বিভিন্ন সময়ে বাজে মন্তব্য করেন। বিষয়টি নিয়ে উভয় পক্ষের কথা কাটাকাটি হয়। ঘটনার সময় এক পর্যায়ে খালেদের, তার স্ত্রী ও মেয়ে হারুনের স্ত্রীর ওপর অতর্কিত হামলা করে এলোপাতাড়ি মারধর শুরু করেন। পরে এলাকাবাসী এগিয়ে এসে তার স্ত্রীকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তার স্ত্রী শাহনাজ ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই বিষয়ে মোঃ খালেদ বলেন আমি বাড়িতে ছিলাম না। খবর পেয়প বাড়িতে এসে দেখি আমার স্ত্রীর মাথায় পানি দিচ্ছে বাড়ির লোক জন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি । অভিযোগ ফেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





কমলনগরের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবকের ওপর হামলা
কমলনগরে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে ৪ হাজার বিবাহ নিবন্ধন, হাতিয়ে নিলেন কোটি কোটি টাকা
কমলনগরে এনজিও’র কর্মী পরিচয়ে ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিলেন প্রতারক চক্র, গ্রেপ্তার ৩
‘স্বপ্ন’ এখন হাজিরহাটে
বিরল রোগে আক্রান্ত কমলনগরের ছাত্রদল নেতা ‘ইউছুপ’ বাঁচতে চায়
কমলনগরে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন করলেন শালা দুলাভাই
ছাত্র রাজনীতি,জনগণের স্বপ্নকে প্রাধান্য দেবে : আ স ম রব 