

মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ইউপি সদস্যের বাড়িতে দুর্ধর্ষ চুরি, ১২লক্ষাধিক টাকার মালামাল লুট
কমলনগরে ইউপি সদস্যের বাড়িতে দুর্ধর্ষ চুরি, ১২লক্ষাধিক টাকার মালামাল লুট
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা চরলরেন্স ইউনিয়নের পরিষদের ৪ নাম্বার ওয়ার্ডের (ইউপি) সদস্য আবুল কাশেমের ঘরে দুর্ধর্ষ চুরি হয়েছে। সোমবার রাতে এ চুরির ঘটনা ঘটে। এ সময় চোরের দল নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১২লক্ষাধিক টাকার লুটে নেয়। খবর পেয়ে মঙ্গলবার সকালে কমলনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওই বাড়ির মালিক চরলরেন্স ইউপি সদস্য আবুল কাশেম জানান, তারা পারিবারিক কাজে সবাই ঢাকা অবস্থান করছেন। সোমবার চোরের দল তালা ভেঙে ঘরে ঢুকে ৭ভরি স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা ও বিভিন্ন মালামাল নিয়ে যায়। পরে খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশকে অবহিত করেন তিনি।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, দীর্ঘ দিন ওই ঘরে কেউ থাকেন না। এ সুযোগে হয়তো চোরেরা সুযোগ পেয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। কি পরিমান মালামাল লুট হয়েছে আমরা খোঁজ খবর নিচ্ছি।