শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২
---

Newsadvance24
সোমবার ● ২১ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » সর্বশেষ » স্বপ্নের সাথে একদিন
প্রথম পাতা » সর্বশেষ » স্বপ্নের সাথে একদিন
৬৮৪ বার পঠিত
সোমবার ● ২১ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্বপ্নের সাথে একদিন

মুহাম্মদ আলমগীর হোসেন

---

তোমার পাশাপাশি বা অগ্রে
যেতেই পারিনী আমি
পশ্চাতে চলেছি দাড়টানা নৌকার মতো
জলে স্থলে অন্তরীক্ষে।
অনেক হেঁটেছি নিজস্বতায়
আজ আমি ক্লান্ত যাযাবর
নকল রথ লাগিয়ে হাটবোনা দূর বহুদূর
আমার থামা উচিৎ; থামতে হয়!
কেউ গেছে, যাবে, যাকনা
কিছু চিরন্তন মেনে নিতে হয়;
তোমার মতো আমি অসীম নয়
সসীম অবসাদে মত্ত থাকতে চাই।
বিশাল অট্টালিকার বেলকনিতে
ঝরা মাধবীলতা ফুলের কাছে
হঠাৎ তোমার অনুপস্থিতি টের পেলাম।
ঝরা ফুলের শেষ পরিণতির কথা ভাবতেই
স্মৃতির আয়নায় ভেসে উঠালে-
ময়লার বাক্সে ছুঁড়ে ফেলার দৃশ্য।
এই প্রথম তুমি আর আমি
পাশাপাশি স্থির দাঁড়িয়ে।





আর্কাইভ