

বুধবার ● ১৬ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ৪হাজার কৃষকের মাঝে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ
কমলনগরে ৪হাজার কৃষকের মাঝে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আউস ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে লক্ষ্মীপুরের কমলনগরে ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উফসী জাতের ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ ধান বীজ ও রাসায়নিক সারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত উজ জামান। উপসহকারি কৃষি কর্মকর্তা আব্দুর রহমান রেজবীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন,কৃ ষি কর্মকর্তা মো শাহিন রানা, উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী, জামায়াতের আমির মাওলানা আবুল খায়ের, জেএসডি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ডিলার, কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু ও সাধারণ সম্পাদক মো ফয়েজসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সুবিধাভোগী কৃষকরা। এ সময় ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি উফসী জাতের আউস ধানের বীজ, ডিওপি সার ১০ ও এমওপি সার ১০কেজি বিতরণ করা হয়।