

শুক্রবার ● ২৮ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে এতিমদের মাঝে নতুন পোশাক বিতরণ
কমলনগরে এতিমদের মাঝে নতুন পোশাক বিতরণ
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এতিম ও হাফেজদের মাঝে নতুন পোশাক ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে তোরাবগঞ্জ ইউনিয়নের ইকরা হাফিজিয়া এতিমখানা মাদ্রাসায় তাদের শিক্ষার্থী এতিম ও হাফেজদের মাঝে নতুন পোশাক ও নগদ অর্থ বিতরণ করা হয়। ওই মাদ্রাসার পরিচালক জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাতুজ জামান।
বিশেষ অতিথি ছিলেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম, কমলনগর প্রেসক্লাব সভাপতি ইউছুফ আলী মিঠু ও মীর ফাউন্ডেশনের সভাপতি মীর ফিরোজ রায়হান। আরো উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জজকোর্টের আইনজীবী ফখরুল ইসলাম মাহমুদ ও হাসেম ব্রিক্সের স্বত্ত্বাধিকারী আবদুল গনি, প্রেসক্লাবের সদস্য জামাল উদ্দিন ও সাইফুল্লাহ মনির প্রমুখ।
জানা যায়, তোরাবগঞ্জ ইউনিয়নে অবস্থিত ইকরা হাফিজিয়া এতিমখানা মাদ্রাসায় দীর্ঘদিন থেকে এতিম শিক্ষার্থীদের বিনামূল্যে লেখাপড়াসহ সকল ভরনপোষণ দিয়ে আসছে।