

রবিবার ● ১৬ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে যুবলীগ নেতা গ্রেফতার
কমলনগরে যুবলীগ নেতা গ্রেফতার
কমলনগর(লক্ষ্মীপুর)প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলার চরলরেন্স ইউনিয়ন যুবলীগের আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. ইসমাইল হোসেন মেম্বারকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৬মার্চ) দুপুরে উপজেলার তোরাবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মো.ইসমাইল হোসেন চর লরেন্স এলাকার মো.নুরুজ্জামান বাচ্ছুর ছেলে এবং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য।
উপজেলা বিএনপি আহবায়ক গোলাম কাদের বলেন, ইসমাইল ছিল বিএনপির নেতা-কর্মী নির্যাতনে খুবই ভয়ংকর ও আতংকের নাম। তার নির্যাতনে অতিষ্ঠ ছিল স্থানীয় সাধারণ মানুষ। সে বিএনপির অসংখ্য নেতা-কর্মীর উপর বর্বরচিত নির্যাতন করে মামলা দিয়ে জেলে পাঠিয়েছে এবং সে বিএনপির মিছিলে প্রকাশ্যে গুলি করেছে। এক সময় তার নিজস্ব বাহিনী ছিলো। ওই বাহিনীর নিয়ন্ত্রনে তার সাথে পুলিশের কয়েক ঘন্টা গোলাগুলি হয়েছে তখন। স্থানীয় সরকার নির্বাচনে বিপক্ষ প্রার্থীদের হুমকি-ধমকি, মারধরে বিনা প্রতিদন্ধিতায় মেম্বার হন তিনি। তার স্ত্রীও ইউপি সদস্যদের দায়িত্বে রয়েছে। যুবলীগের আহবায়ক হয়ে চাঁদাবাজি, জমি দখল, মানুষকে অযাথা হয়রানি ছিলো তার নেশা। তার বিরুদ্ধে হত্যা, নারী নির্যাতন, চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে।
কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, যুবলীগ নেতা মো.ইসমাইল হোসেন মেম্বারকে তার বাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে স্থানীয়দের অনেক অভিযোগ রয়েছে।