

সোমবার ● ১৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা
কমলনগরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা
কমলনগর(লক্ষ্মীপুর)প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগরে বন্যা্য ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা দেন সাবেক এমপি এবিএম আশরাফ উদদিন নিজান। সোমবার সকালে সোমবার(১৭মার্চ)সকালে উপজেলার চর কাদিরা ইউনিয়নের ফজুমিয়ার হাট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গণে ১৮৬জন ক্ষতিগ্রস্থ মহিলা পুরুষের মাঝে নগদ ২হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক গোলাম কাদের, সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী, যুগ্ম আহবায়ক এম দিদার হোসেন, যুবদলের আহবায়ক ইউছুফ পাটোয়ারী, সদস্য সচিব আবু ছায়েদ দোলন, মহিলা দলের সভাপতি হোসনেআরা বাসার, ছাত্রদলের আহবায়ক সাজ্জাদুর রহমান ও সদস্য সচিব জাফর আহমেদ ভুইয়াসহ প্রমুখ।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ শিল্প বানিজ্য বিষয়ক সম্পাদক সাবেক এমপি এবিএম আশরাফ উদদিন বলেন, ৫আগষ্টের পরে সারাদেশে ভয়াবহ বন্যায় তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতা-কর্মীরা ক্ষতিগ্রস্থদের বিভিন্ন সহযোগিতা নিয়ে পাশে ছিলেন। উপজেলার চর কাদিরা ও তোরাবগঞ্জ ইউনিয়নে বন্যায় বেশি ক্ষতিগ্রস্থ হয়েছিল। যার কারণে ক্ষতিগ্রস্ত আপনাদের মাঝে নগদ অর্থ সহায়তা দেয়া হচ্ছে। তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হলে ক্ষতিগ্রস্থদের প্রকল্পের মাধ্যমে সহায়তা দেয়া হবে।
তিনি আরও বলেন, কমলনগরে বিএনপির নেতা-কর্মীরা বন্যায় ক্ষতিগ্রস্থ আপনাদের পাশে দেড় মাস পানিতে নেমে কাজ করেছেন। বিভিন্ন ত্রান, খাদ্য সহায়তা দিয়েছেন। আমি নিজেও আপনাদের মাঝে ছিলাম। এ সময় বেগম জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া চেয়েছেন তিনি।