বৃহস্পতিবার ● ৩১ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » জাতীয় » কমলনগরে জেএসডি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কমলনগরে জেএসডি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমাজ তান্ত্রিক দল- জেএসডি’র ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ উপলক্ষে উপজেলা সদর হাজিরহাট বাজারে একটি শোভাযাত্রা বের করা হয়। বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরে ইউনিয়ন পরিষদের সামনে আলোচনা সভা করা হয়। উপজেলা জেএসডি’র সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেবের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেএসডি লক্ষ্মীপুর জেলার সিনিয়র সহসভাপতি আবুল হাসেম মোল্লা, জেলা জেএসডি’যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন। উপজেলা জেএসডি’র সাংগঠনিক সম্পাদক মমিন উল্যাহ’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেএসডি’র উপদেষ্টা মুক্তিযুদ্ধা আবু নুর সেলিম, তোরাবগঞ্জ কলেজের অধ্যক্ষ মহি উদ্দিন মুন্না, সহসভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ডিলার, সাংগঠনিক সম্পাদক এবিএম বাবুল মুন্সি, যুবপরিষদের আহবায়ক মাহমুদুর রহমান বেলাল, যুগ্ম আহবায়ক শিব্বির মাহমুদ দেওয়ান, এমএ এহসান রিয়াজ, আবুল বাছেত খোকন ও ছাত্রলীগের সভাপতি নুরে আলম ঝিকু প্রমুখ।





কমলনগরে ৩ অদম্য নারীকে শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার
কমলনগরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
কমলনগরে স্কলারশিপ বৃত্তি প্রদান ও অভিভাবকভাবক সমাবেশ
কমলনগরে নিয়োগ বিধির দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচী
কমলনগরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া
কমলনগরে ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টদের কর্মবিরতি 