

শুক্রবার ● ৫ আগস্ট ২০২২
প্রথম পাতা » সর্বশেষ » বৃষ্টি
বৃষ্টি
শহিদুল ইসলাম লিটন
বৃষ্টি -বৃষ্টি বিধাতার অপূর্ব সৃষ্টি
বলোনা বৃষ্টি যিনি করেছেন তোমায় সৃষ্টি
ফেলতে তাঁর করুণার - দৃষ্টি।
বৃষ্টি মেঘ হয়ে জমাট বাঁধো তুমি আকাশের কূলে
বেমালুম ঘুমে বিভোর থেকোনা তুমি প্রকৃতিকে ভুলে
বৃষ্টি তোমার পরশে প্রকৃতি ফিরে পায় প্রাণ
প্রকৃতিতে ফুটে উঠে বৃষ্টি বিলাসের ঘ্রাণ।
বৃষ্টি অবিরাম বর্ষণে তুমি করিওনা বৈরী আচরণ
তোমার পরশ পেতে তোমার আকাংন্খা চিত্তে করে বিচরণ
রিমঝিম বৃষ্টি হৃদয়ে এনে দেয় এক অনুপম প্রশান্তি
চোখে আসে হালকা ঘুমের আবেশ দুর হয় ক্লান্তি।
মাছেরা সাঁতার কাটে তোমার জলে
বর্ষার রুপ ফুটে উঠে কতইনা ছলে
আলো আর আঁধারে যেমন প্রকৃতির মেলা
তেমন করে দেখতে পাই তোমার বর্ষণের খেলা।
তোমার পরশ পেতে মাটির পৃথিবীতে শুর হয় জাগরণ
আবার অবিরাম বর্ষণ যেন না হয় মোদের দুঃখের কারণ
বৃষ্টি তুমি বিধাতার পক্ষ থেকে মোদের জন্য রহমত স্বরূপ
শান্তির বারিধারা হয়ে তুমি মোদের চোখে থাকিও অপরুপ।