

শনিবার ● ২১ মে ২০২২
প্রথম পাতা » জাতীয় » বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কমলনগর উপজেলা আ’লীগের শ্রদ্ধা
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কমলনগর উপজেলা আ’লীগের শ্রদ্ধা
নিজস্ক প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
ঢাকা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত কমলনগর উপজেলা আওয়ামীলীগ।
শনিবার দুপুরে ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন, কমলনগর উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি মো: নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক এ্যাড.নুরুল আমিন রাজু, যুবলীগের আহবায়ক মেজবা উদ্দিন বাপ্পি , যুগ্ন আহবায়ক আহছান উল্যাহ হিরণ, চরমার্টিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউছুফ আলী মিয়া, কৃষক লীগের সভাপতি ডা. হারুনুর রশিদ ও চরকাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম সাগরসহ কমলনগর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।