

রবিবার ● ৩ আগস্ট ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে বিশেষ অভিযানে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
কমলনগরে বিশেষ অভিযানে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগরে বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার রাতে চরলরেন্স বাজার থেকে পৃথক অভিযান দিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- হাজিরহাট ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ওই ওয়ার্ডের (ইউপি) সদস্য ওমর ফারুক বাবুল(৫৫) ও চরজবন্ধু এলাকার মৃত শাহাব উদ্দিনের ছেলে ইফরান উদ্দিন বাবু(৩৫)।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৫ই আগস্টের আগে লক্ষ্মীপুর জেলার বিস্ফোরক মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত আছে বলে ওই কর্মকর্তা আরো বলেন।