মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে রাতভর জেলেকে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩
কমলনগরে রাতভর জেলেকে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
![]()
নৌকায় মাছ ধরতে না যাওয়ায় লক্ষ্মীপুরে কমলনগরে মো জসিম (৪০) নামের এক জেলেকে রাতভর অমানবিক নির্যাতনের ভিডিও স্যোসাল মিডিয়া ছড়িয়ে দেয় অভিযুক্তরা। এ ঘটনা পুলিশের নজরে আসলে জেলা পুলিশ সুপারের নির্দেশে কমলনগর থানা পুলিশ সোমবার রাতে অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার চরফলকন ইউনিয়নের শফি উল্লাহ মাঝির ছেলে মো. লাদেন (১৯), দুলাল মাঝির ছেলে রাকিব ও ফিরোজ মিকারের ছেলে বিক্রম (১৫)।
এর আগে গত রোববার (২৪ আগষ্ট) রাতে উপজেলার মাতাব্বর হাট এলাকায় মেঘনা নদীর তীর রক্ষা বাঁধের পাশে লাদেন, ফিরোজ ও বিক্রমসহ ৮-১০ জন যুবক মিলে এ নির্যাতন চালায়। ওই সময় তারা চুরির অভিযোগ এনে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ভিডিওতে দেখা যায় অভিযুক্তরা ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং কোম্পানির ব্লকের চিপায় ফেলে জেলে জসিমকে হাত-পা বেধে গোপন অঙ্গসহ শরিরের বিভিন্ন যায়গায় আঘাত করছে। আবার মাথা ব্লকের নিচে ফেলে পা উপরের দিকে তুলে এলোপাতাড়ি পিটানো হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, মাকছুদ মাঝির নৌকায় মাছ ধরতে না যাওয়া তার নির্দেশে গভীর রাতে আপেল মাঝি নৌকা থেকে তুলে নিয়ে যায় অভিযুক্তরা। ওই সময় ভোর রাত পর্যন্ত নির্যাতন চালায় তারা। পরে এলাকাবাসী সকালে জসিমকে অচেতন অবস্থায় উদ্ধার করে কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিত মো.জসিম জানান, মাকছুদ মাঝির নৌকায় মাছ ধরতে না যাওয়ায় তাকে গভীর রাতে সোহেল, সিরাজ, রাকিব ও বিক্রম তার হাত-পা বেঁধে মাকছুদের নৌকার পাঠাতানের কাঠ দিয়ে বেদড়ক মারধর করেন। এছাড়াও তার গোপন অঙ্গে ইট বেঁধে রাখেন এবং মুখে সিগারেটের আগুন দেন। এভাবে সারা রাত নির্যাতন করে সকালে আবারও হাত-পা বেঁধে ব্লকের নিচে রেখে কাঠ দিয়ে অমানবিক নির্যাতন করেন। তিনি অনেক কাকুতি-মিনতি এবং চিৎকার দিলেও তারা নির্যাতন বন্ধ করেননি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তৌহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।





লঞ্চঘাটে চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার -৩, পদ থেকে বহিষ্কার
ব্যাডমিন্টন খেলতে গিয়ে কমলনগরের শিক্ষার্থীর মৃত্যু
রামগতি-কমলনগরে আ স ম রবের উন্নয়ন এখনো দৃশ্যমান : তানিয়া রব
কমলনগরে কেসিএল’র খেলার ড্র ও ট্রফি উন্মোচন
কমলনগরে অসহায়দের মাঝে অনুদানের চেক বিতরণ
কমলনগরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ 