

রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি চায় না : বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম
বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি চায় না : বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
বিএনপির চট্রগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামিম বলেছেন বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি চায় না। যারা পিআরের কথা পরিস্থিতি ঘোলাটে করতে চায় তাদের রুখে দিতে হবে। বাংলাদেশ রাজনীতি এখনো পিআর পদ্ধতির উপযুক্ত নয়। একটি পক্ষ রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করতে পায়তারা করছে। আপনাদের সবাইকে সজাগ থাকতে হবে। রোববার সকালে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন ক্ষমতা থেকে বিএনপির রাজনীতি ধ্বংস করার পায়তারা করেও পারেনি। বরং তারা পালিয়ে যেতে বাধ্য হয়ে। কারণ আমরা জনগনের পাশে থেকে তাদের আস্থা অর্জন করেছি। কিন্তু এখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের কিছু লোক আমাদের ভিতরে ঢুকে অপকর্ম করছে। এ সব বিষয়ে আমাদের নজর রাখতে হবে। এখন থেকে বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ কোন চাঁদাবাজি বা কোন অপকর্ম করে তাদের রুখে দিতে হবে। কোন অপকর্মকারীর স্থান বিএনপিতে হবে না।
সাংগঠনিক সম্পাদক শামিম বলেন, লক্ষ্মীপুর -৪ (রামগতি কমলনগর) আসনে দীর্ঘদিননের পরীক্ষিত নেতা এবিএম আশরাফ উদ্দিন নিজান দুইবারের সংসদ সদস্য। আবারও আশরাফ উদ্দিন নিজান এ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে ভোট করবেন। আপনারা নিশ্চিত থাকেন কোন সুখে দুঃখে আপনারা যাকে পাশে পেয়েছেন তিনি হবেন আপনাদের নেতা।
সম্মেলনে স্বাগত বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন যদি পকেটস্থ করার জন্য কেউ যদি রাজনীতি করতে চান, তাহলে বিএনপি থেকে বিদায় দিতে হবে। কারন আগামীর প্রধান মন্ত্রী তারেক রহমান এবার খুব কঠোর এব খুব কঠিন ।
তারেক রহমান জনগণের সরকার, জনগণের ম্যান্ডেন্ট নিয়ে বিএনপির নেতৃত্বে দেশ পরিচালনার প্লান তৈরি করছেন জানিয়ে এ্যানি বলেন, তারেক রহমান দেশে আসবেন। দেশে আসার আগে কি কি পরিকল্পনা, কি কি কাজ, একদিকে দুর্নীতি বন্ধ করার ক্ষেত্রে কি ভূমিকা গ্রহণ করতে হবে, আরেকদিকে সবচেয়ে যেটা বেশি প্রয়োজন, আমার-আপনার, সাধারণ মানুষের নিরাপত্তার জায়গাটা। ক্রাইম এবং করাপশন- এটাকে যদি কন্ট্রোল করতে না পারি, তাহলে হাসিনা যে কাজগুলো করেছিল, অনেকে বলবে এ কাজ তো বিএনপি করতে পারে না। এজন্য তারেক রহমান ১৮০ দিনের প্লান নিয়েছেন, ৩৬৫ দিনের প্লান নিয়েছেন। তারেক রহমান আগামি নির্বাচনের পরে জনগণের সরকার, জনগণের ম্যান্ডেন্ট নিয়ে বিএনপির নেতৃত্বে দেশ পরিচালনার প্লান তৈরি করছেন।
উপজেলা বিএনপির আহবায়ক গোলাম কাদেরের সভাপতিত্বে এবং সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক এম দিদার হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদল হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি হাফিজুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া ও জেলা শ্রমিক দলের সভাপতি আবুল হাশেম প্রমুখ।
পরে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী নুরুল হুদা চৌধুরীকে সভাপতি গোলাম কাদেরকে সিনিয়র সহসভাপতি ও এম দিদার হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন। এর আগে ১০ বছর আগে এ উপজেলা বিএনপির সম্মেলন হয়। পরে ২০২১ সালের ২৯ অক্টোবর আহবায়ক কমিটি করা হয়। ওই কমিটিতে গোলাম কাদের আহবায়ক, এম দিদার হোসেন যুগ্ম আহবায়ক ও নুরুল হুদা চৌধুরী সদস্য সচিব ছিলেন।