রবিবার ● ২ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে লাইফ লাইন হাসপাতালের উদ্বোধন
কমলনগরে লাইফ লাইন হাসপাতালের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে লাইফ লাইন হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার করইতলা বাজারে নিজস্ব অর্থায়নে নির্মিত এ হাসপাতালের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহেরে সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নোয়াখালী কৃষি বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মহি উদ্দিন, হাসপাতালের চেয়াম্যান ও সাবেক অধ্যক্ষ আব্দুল মোতালেব, উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, ইসলামী ব্যাংক লক্ষ্মীপুর শাখার ম্যানেজার মো. সানা উল্লাহ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আকিল আল ইসলাম। হাসপাতালের ডিএমডি মিরাজ হোসেন শান্ত’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউছুফ আলী মিঠু, উপজেলা কৃষকলীগের সভাপতি ডা. হারুনুর রশিদ ও চরকাদিরা ইউনিয়ন আ’লীগের সভাপতি নুরুল ইসলাম সাগর প্রমুখ।