

রবিবার ● ১৪ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে তালতো বোনকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সালমা আক্তার (১৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাঘা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। সে ওই বাড়ির সাহাব উদ্দিনের মেয়ে। এ ঘটনায় তালতো বোন পাখি আক্তার মারাত্মক আহত হয়। পাখিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নারিকেল পাতা সরাতে ঘরের চালে উঠে তালতো বোন পাখি আক্তার। ওই সময় সে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে। চিৎকার শুনে পাখিকে বাঁচাতে সালমা এগিয়ে এসে সেও বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পাখিকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। ওই খানে অবস্থার অবনতিতে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাজিরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো, জাহাঙ্গির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।