রবিবার ● ১৭ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ২কোটি ২৭লাখ টাকার অবৈধ জাল জব্দ
কমলনগরে ২কোটি ২৭লাখ টাকার অবৈধ জাল জব্দ
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে মাছধরার সময় ৬লাখ পঞ্চাশ হাজার মিটির অবৈধ চরঘেরা জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে কোস্টগার্ড। শনিবার দুপুর থেকে সন্ধ্যায় পর্যন্ত মেঘনা নদীর বাতির খাল এলাকা থেকে মাঝেরচর পর্যন্ত অভিযান দিয়ে এ জালগুলো জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২কেটি ২৭লাখ টাকা। ওই সময় উপস্থিত ছিলে জেলা মৎস্য কর্মকর্তা মো. বেলাল হোসেন ও কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মো. হাফিজুর রহমান।
বিষয়টি নিশ্চিত করে কমলনগর উপজেলা কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মো. হাফিজুর রহমান জানান, সরকারের মৎস্য সম্পদ রক্ষায় শনিবার দুপর থেকে সন্ধ্যায় পর্যন্ত নদীতে মৎস্য অফিস ও কোস্টগার্ডের যৌথ অভিযান পরিচালনা করে ৬লাখ পঞ্চাশ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়। এ ছাড়াও অবৈধ কারেন্ট, বেহুন্দি, চরঘেরা জাল বন্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি আরো জানান।





কমলনগরে প্রবীণ সাংবাদিক হাফিজ উল্লাহর দাফন সম্পন্ন, প্রেসক্লাবের শোক
কমলনগরে স্কুল পর্যায়ে টাইফয়েড ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন
৫ দফা দাবিতে কমলনগরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ
কমলনগরের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবকের ওপর হামলা
কমলনগরে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে ৪ হাজার বিবাহ নিবন্ধন, হাতিয়ে নিলেন কোটি কোটি টাকা
কমলনগরে এনজিও’র কর্মী পরিচয়ে ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিলেন প্রতারক চক্র, গ্রেপ্তার ৩ 