শনিবার ● ২৩ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরের নিখোঁজ দুই কিশোরী চট্টগ্রাম থেকে উদ্ধার
কমলনগরের নিখোঁজ দুই কিশোরী চট্টগ্রাম থেকে উদ্ধার
লক্ষ্মীপুর সংবাদদাতা

লক্ষ্মীপুরের কমলনগরের নাজমা আক্তার (১৫) ও পপি আক্তার (১৫) নামের দুই কিশোরী নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ । শুক্রবার রাতে চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। তারা সম্পর্কে চাচাতো-জেঠাতো বোন। শনিবার সকালে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ।
এর আগে গত সামবার (১৮ অক্টোবর) ভোরে তারা নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। এরপর থেকে আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে সন্ধান করে তাদের না পাওয়ায় পরের দিন পরিবারের পক্ষ থেকে কমলনগর থানায় জিডি করা হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, পরিবারের অজান্তে গার্মেন্টেসে কাজ করার উদ্দেশ্যে দুই কিশোরী বাড়ি থেকে বের হয়। তাদের জিজ্ঞাসাবাদে এর পিছনে কারও প্ররোচনা বা সংশ্লিষ্টতা না পাওয়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





জাতীয় শ্রমিক শক্তি’র যুগ্ম সদস্য সচিব হলেন রামগতির কৃতি সন্তান ‘পীরাচা’
কমলনগরে প্রবীণ সাংবাদিক হাফিজ উল্লাহর দাফন সম্পন্ন, প্রেসক্লাবের শোক
কমলনগরে স্কুল পর্যায়ে টাইফয়েড ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন
৫ দফা দাবিতে কমলনগরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ
কমলনগরের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবকের ওপর হামলা
কমলনগরে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে ৪ হাজার বিবাহ নিবন্ধন, হাতিয়ে নিলেন কোটি কোটি টাকা 