রবিবার ● ১২ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রামগতিতে মেঘনার পাড় ভেঙে বৃদ্ধ নিখোঁজ
রামগতিতে মেঘনার পাড় ভেঙে বৃদ্ধ নিখোঁজ
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
রামগতি (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রামগতিতে ভাঙন কবলিত এলাকায় মেঘনা নদীর পাড় ভেঙ্গে আবদুল মালেক (৬৫) নামের এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের জারিরদোনা মাছঘাটের পশ্চিমে আকস্মিক এ দুর্ঘটনা ঘটে। রাত ১০টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে চেষ্টা চালালেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজ মালেক উপজেলার বালুরচর এলাকার সোনালী গ্রামের আলী হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৪টার দিকে বৃদ্ধ মালেক ও বশির নদীর পাড়ে বসে গল্প করছিলেন। এলাকাটি ভাঙনকবলিত ছিল হওয়ায় হঠাৎ পাড় ভেঙে দুজনই নদীতে পড়ে যান। তাৎক্ষণিক সাঁতরে বশির কূলে উঠে আসলেও স্রোতের সঙ্গে হারিয়ে যান মালেক। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের ডুবুরিদল এসে প্রায় ছয় ঘণ্টা চেষ্টা চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ছয় ঘণ্টা চেষ্টা চালিয়েও মালেকের খোঁজ পাননি। রোববার ভোর পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে আবারও চেষ্টা চালানো হবে।





তানিয়া রব এর জনসভায় হামলা, ভাঙচুর ও বাধা গণতন্ত্রের জন্য গভীর হুমকি : শহীদ উদ্দিন মাহমুদ স্বপন
কমলনগরে ৩ অদম্য নারীকে শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার
কমলনগরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
কমলনগরে স্কলারশিপ বৃত্তি প্রদান ও অভিভাবকভাবক সমাবেশ
কমলনগরে নিয়োগ বিধির দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচী
কমলনগরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া 