সোমবার ● ১৯ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে নিখোঁজেের ৩দিন পর জামায়াত কর্মীর মরদেহ উদ্ধার
কমলনগরে নিখোঁজেের ৩দিন পর জামায়াত কর্মীর মরদেহ উদ্ধার
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
![]()
লক্ষ্মীপুরের কমলনগরে নিখোঁজের ৩ দিন পর নুরুল আলম(২৫) নামে এক জামায়াত কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার মাতাব্বর হাটের উত্তর পাশে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধের ব্লকের নিচ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। সে সাহেবেরহাট ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডে জামাদার বাড়ির বশির আহমেদের ছেলে এবং ওই এলাকার জামায়াতের একজন সক্রিয় কর্মী। তার গায়ে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে।
জানা যায়, ২সন্তানের জনক নুরুল আলম মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ প্রকল্পে বালু ভরাটের কাজ করতেন। গত শুক্রবার রাত ৯টার দিকে মাতাব্বর হাট বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হয় সে। পরে বিভিন্ন এলাকা খোঁজাখুজি করে না পেয়ে পরের দিন শনিবার বিকেলে কমলনগর থানায় সাধারণ ডায়েরী করেন তার পরিবার।
কমলনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের বলেন, নুরুল আলম আমাদের জামায়াতের অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন সাহেবেরহাট ইউনিয়নের এক জন সক্রিয় কর্মী ছিলেন। তার মৃত্যুতে ওই এলাকায় আমাদের দলের অনেক ক্ষতি হয়েছে। আমরা নুরুল আলমের মৃত্যুর রহস্য দ্রুত উদঘাটনের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম জানান, গত শনিবারে নুর আলম নামে এক ব্যক্তির নিখোঁজের ডায়েরী করেন তার পরিবার। সোমবার সকালে স্থানীয়রা নদীর পাড়ে তার মরদেহ ব্লকের নিচে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা করছি।





লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের জোট প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ির মৃত্যু
কমলনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
কমলনগরে হৃদরোগ প্রতিরোধে সচেতনতামূলক সভা
কমলনগর ক্রিকেট লীগ সিজন -২ এর উদ্বোধন
খালেদা জিয়া সুস্থ হয়ে উঠার উপরে বাংলাদেশের অনেক কিছু নির্ভর করে : কমলনগরে জোটের প্রার্থী তানিয়া রব 