

বুধবার ● ২২ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » জাতীয় শ্রমিক শক্তি’র যুগ্ম সদস্য সচিব হলেন রামগতির কৃতি সন্তান ‘পিরাচা’
জাতীয় শ্রমিক শক্তি’র যুগ্ম সদস্য সচিব হলেন রামগতির কৃতি সন্তান ‘পিরাচা’
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
ঢাকা : এনসিপি’র সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির যুগ্ম সদস্য সচিব হলেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার কৃতি সন্তান জুলাই যোদ্ধা তৌফিক উজ জামান পিরাচা। ওই কমিটিতে এনসিপির আহবায়ক নাহিদুল ইসলামের স্বাক্ষরে মাজহারুল ইসলাম ফকিরকে আহবায়ক ঋআজ মোর্শেদকে সদস্য সচিব করে মোট ৭৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। তৌফিক উজ জামান পিরাচা রামগতি উপজেলার পোড়াগাছা ইউনিয়নের জি এ এম শফিকুল মনিরের ছেলে।
জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ সারির সংগঠক তৌফিক উজ জামান পীরাচা তার নিরলস নেতৃত্ব, সংগ্রামী চেতনা ও আদর্শিক অবস্থানের মাধ্যমে রাজনীতিতে গড়ে তুলেছেন এক অনন্য দৃষ্টান্ত।
পিরাচা স্কুল জীবন থেকে জেএসডি ছাত্র লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। প্রথমে ছিলেন স্কুল শাখা কমিটির সদস্য। পরবর্তীতে ছাত্র লীগ উপজেলা কমিটির ক্রীড়া সম্পাদক। ওই সময় আ স ম আবদুর রব সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক, জেলা কমিটির সদস্য এবং কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ধারাবাহিক এই নেতৃত্বযাত্রায় তিনি পরবর্তীতে জেএসডি ছাত্রলীগের কেন্দ্রীয় আহবায়ক ও নির্বাচিত সভাপতির দায়িত্বও সুচারুভাবে পালন করেছেন।
তিনি দায়িত্ব পালনকালে ভ্যাট বিরোধী আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য গঠন এবং সর্বশেষ বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিটি ক্ষেত্রেই তার সাহসী ও দূরদর্শী ভূমিকা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
পিরাচা ছাত্র রাজনীতির পাশাপাশি শ্রমিকদের অধিকার নিয়েও কাজ করেছেন । শ্রমজীবী মানুষের দুঃখ-দুর্দশা প্রত্যক্ষ করে ছাত্র রাজনীতি শেষে শ্রমিক রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন দৃঢ় প্রত্যয়ে। তার কর্মদক্ষতায় এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় আহবায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। ।
তিনি শ্রমজীবী মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠা, উৎপাদন-বণ্টন ও রাষ্ট্র পরিচালনায় শ্রমিক শ্রেণির অংশগ্রহণ নিশ্চিত করার সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।
রাজনীতির প্রতিটি ধাপে দায়িত্বশীলতা, সাহস ও আদর্শিক অবস্থানের কারণে তৌফিক উজ জামান পীরাচা আজ জাতীয় পর্যায়ে ছাত্ররাজনীতির পরিচিত মুখ এবং সংগ্রামী নেতৃত্বের উজ্জ্বল প্রতীক।