

সোমবার ● ২০ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে প্রবীণ সাংবাদিক হাফিজ উল্লাহর দাফন সম্পন্ন, প্রেসক্লাবের শোক
কমলনগরে প্রবীণ সাংবাদিক হাফিজ উল্লাহর দাফন সম্পন্ন, প্রেসক্লাবের শোক
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগরে প্রবীণ সাংবাদিক হাফিজ উল্ল্যাহর (৬৮) দাফন সম্পন্ন হয়েছে। সোমবার উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের তোরাবগঞ্জ গ্রামের ফাজিল ব্যাপারির হাট এলাকার ছিদ্দিক মাস্টার বাড়িতে নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমকে দাফন করা হয়।
পারিবারিক সুত্রে জানা যায়, প্রবীণ এই সাংবাদিক দেশের খ্যাতনামা বিভিন্ন জাতীয় পত্রিকার প্রধান কার্যালয়ে প্রায় ৩০ বছর ধরে সাব নিউজ এডিটর,নিউজ এডিটর ও প্রুফ রিডার হিসেবে কর্মরত ছিলেন।এছাড়া তিনি একাধারে জাতীয় প্রেসক্লাবের সদস্য পদেও দায়িত্ব পালন করেন।চাকুরী জীবনের শুরুতে সাংবাদিক হাফিজ উল্লাহ দৈনিক সংগ্রাম পত্রিকার সাব নিউজ এডিটর হিসেবে যোগদান করে পরবর্তীতে তিনি দৈনিক জনতায় ২০ বছর ধরে সাব এডিটর হিসেবে কর্মরত ছিলেন তারপরে গুণী এ সাংবাদিক এককধারে দৈনিক যায়যায়দিন, মানবকন্ঠ ও সর্বশেষ দৈনিক আমার দেশ পত্রিকার পত্রিকার প্রুফ রিডার হিসেবে দায়িত্ব পালন করাকালীন সময়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।দীর্ঘ ৪ বছর যাবত দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে তিনি ১৯ অক্টোবর (রবিবার) রাত বারোটায় নিজ বাড়িতে পরলোকগমন করেন।
মৃত্যুকালে তিনি ১ পুত্র সন্তান ও ৩ কন্যাসহ স্ত্রী রেখে যান।
মিডিয়া জগতের অনন্য মেধাবী এ গুনী সাংবাদিকের মৃত্যুতে এলাকাজুড়ে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।এদিকে সাংবাদিক হাফিজ উল্লাহর মৃত্যুতে শোক জানিয়েছেন কমলনগর প্রেসক্লাব সভাপতি ইউছুফ আলী মিঠু সাধারণ সম্পাদক মোঃ ফয়েজসহ প্রেসক্লাবের কর্মকর্তাগন,বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।