বুধবার ● ২৮ মে ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে বিনামূল্যে ৬শ’ চক্ষু রোগীর চিকিৎসা দিয়েছেন ‘মীর ফাউন্ডেশন’
কমলনগরে বিনামূল্যে ৬শ’ চক্ষু রোগীর চিকিৎসা দিয়েছেন ‘মীর ফাউন্ডেশন’
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
![]()
লক্ষ্মীপুরের কমলনগরে বিনামূল্যে ৬শ’ রোগীর চিকিৎসা ও চশমা বিতরণ করেছেন কমলনগরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘মীর ফাউন্ডেশন’। বুধবার বিকোলে উপজেলার চরফলকন ইউনিয়ন পরিষদের সামনে এ চিকিৎসা সেবা দেওয়া হয়। অরবিস ইন্টারন্যাশনাল, আমেরিকার সহযোগিতার এবং মাজহারুল হক চক্ষু হাসপাতাল, চাঁদপুর এর পরিচালনায় এ চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়। ভিশন সেন্টার কমলনগর এ চিকিৎসা সহায়তা করেন। মীর ফাউন্ডেশন সভাপতি মীর ফিরোজ রায়হানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, সাধারণ সম্পাদক মো ফয়েজ মাহমুদ, চাঁদপুর বিএনএসবি চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা বেলাল হোসেন, ভিশন সেন্টারের চক্ষু চিকিৎসক ডা. মো. রায়হান, চাঁদপুরে চক্ষু হাসপাতালের ডিএমএফ ডা. ছাইফুল ইসলাম, মধ্য চরফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেক, মীর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আকতার হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক সাইফুল্লাহ মনির, সদস্য শাহদাত হোসেন,আমজাদ হোসেন ও মো শরিফুল ইসলাম প্রমুখ। এর আগেও চরফলকন ইউনিয়নের জাজিরা এলাকায় ৬শ’ চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন মীর ফাউন্ডেশন।





খালেদা জিয়া সুস্থ হয়ে উঠার উপরে বাংলাদেশের অনেক কিছু নির্ভর করে : কমলনগরে জোটের প্রার্থী তানিয়া রব
তানিয়া রবের গাড়ি বহরে সন্ত্রাসী হামলা; নব্য ফ্যাসিবাদের পদধ্বনি : শহীদ উদ্দিন মাহমুদ স্বপন
তানিয়া রব এর জনসভায় হামলা, ভাঙচুর ও বাধা গণতন্ত্রের জন্য গভীর হুমকি : শহীদ উদ্দিন মাহমুদ স্বপন
কমলনগরে ৩ অদম্য নারীকে শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার
কমলনগরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
কমলনগরে স্কলারশিপ বৃত্তি প্রদান ও অভিভাবকভাবক সমাবেশ 