শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২
---

Newsadvance24
বুধবার ● ২ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » ক্যাডেটে ভর্তির সুযোগ পাওয়ায় সাংবাদিকপুত্র যিয়ানকে কমলনগরে প্রেসক্লাবের সংবর্ধনা।
প্রথম পাতা » চট্টগ্রাম » ক্যাডেটে ভর্তির সুযোগ পাওয়ায় সাংবাদিকপুত্র যিয়ানকে কমলনগরে প্রেসক্লাবের সংবর্ধনা।
৩৬৮ বার পঠিত
বুধবার ● ২ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ক্যাডেটে ভর্তির সুযোগ পাওয়ায় সাংবাদিকপুত্র যিয়ানকে কমলনগরে প্রেসক্লাবের সংবর্ধনা।

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর)  : ক্যাডেটে ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হওয়ায় লক্ষ্মীপুরের কমলনগরের সিনিয়র সাংবাদিক সাজ্জাদুর রহমানের পুত্র আহমেদ শেহজাদ যিয়ানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে কমলনগর প্রেসক্লাব এ সংবর্ধনার আয়োজন করে। কমলনগর প্রেসক্লাব সভাপতি ইউছুফ আলী মিঠুর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, হাজিরহাট হামেদিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জায়েদ হোসাইন ফারুকী, হাজির হাট উপকূল কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মোতালেব, অধ্যক্ষ প্রফেসর জামাল উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপি সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী, চর জাঙ্গালীয়া এসসি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুল ইসলাম, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সার্জেন্ট (অবঃ) মোঃ সোলাইমান চৌধুরী, সংবর্ধিত ছাত্র আহমেদ শেহজাদ যিয়ান,যিয়ানের বাবা সাংবাদিক সাজ্জাদুর রহমান, প্রেসক্লাব উপদেষ্টা সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি কাজী মুহাম্মদ ইউনুছ, উপদেষ্টা ছাইফুল্লাহ হেলাল প্রমুখ। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফয়েজের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,আজমাদ হোসেন আমু, এডভোকেট ফখরুল ইসলাম মাহমুদ, আহমদ শরীফ,নুর হোসেন,মোঃসিরাজুল ইসলাম,মোঃ নুরনবী,বুয়েটের মেধাবী শিক্ষার্থী মোঃ শাওন প্রমুখ।

কমলনগর প্রেসক্লাবের অন্যতম নির্বাহী সদস্য রামগতি যুগান্তর প্রতিনিধি ও মেঘনার পাড় পত্রিকার নির্বাহী সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদের একমাত্র পুত্র আহমেদ শেহজাদ চট্টগ্রামের ফৌজদারহাট ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। হাজার হাজার প্রতিযোগীর সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়ে অত্যন্ত কঠিন ভর্তি পরীক্ষাযুদ্ধ, কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিয়ে ছোট্ট যিয়ান অনন্য মেধা ও প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তাঁর এ সাফল্যে কমলনগর প্রেসক্লাব তাঁকে অনুপ্রেরনা ও মেধার স্বীকৃতি স্বরূপ সংবর্ধনার আয়োজন করে ।

আলোচনায় অংশ নেয়া বক্তাগণ শেহজাদের অভাবনীয় সাফল্যে গর্ববোধ ও উচ্ছ্বাস প্রকাশ করে তার এ সাফল্যের ধারা অব্যাহত রেখে দেশসেরা হয়ে ভবিষ্যতে দেশের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর জন্য অনুপ্রেরণা দেন এবং আন্তরিকভাবে দোয়া করেন।সপ্তম শ্রেণিতে ভর্তির সুযোগ পাওয়া ছোট্ট শেহজাদ তার বক্তব্যে  সফলতার প্রথম ধাপ বা সুূচনালগ্ন উল্লেখ করে এ সূচনার অবদান তাঁর বাবা মা ও শিক্ষকের নিরন্তর প্রচেষ্টা আর দোয়া ছিল বলে জানায়।

উল্লেখ্য,শেহজাদ প্রাথমিক শিক্ষা লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের নিয়ন্ত্রিত কাকলি স্কুল থেকে ৫ম শ্রেণি শেষ করে রাজধানী রাজউক উত্তরা স্কুল এন্ড কলেজ থেকে ৬ষ্ঠ শ্রেণি সম্পন্ন করে থাকে।





আর্কাইভ