

সোমবার ● ২৪ মার্চ ২০২৫
প্রথম পাতা » জাতীয় » কমলনগরে আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন বিতরণ
কমলনগরে আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন বিতরণ
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগরে আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজানের নির্দেশে এবং উপজেলা বিএনপি উদ্যোগে এ টিন বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক গোলাম কাদের, সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী, যুগ্ম আহবায়ক এম দিদার হোসন, যুবদলের সদস্য সচিব আবু ছায়েদ দোলন, যুবদল নেতা কবির হোসেন মামুন, এমরান হোসেন মুরাদ, শাহেদ হাওলাদার, ছাত্রদলের আহবায়ক সাজ্জাদুর রহমান সাজু প্রমুখ।
প্রসঙ্গত, গত ১১মার্চ মঙ্গলবার বিকেলে হাজিরহাট ইউনিয়নের সাইদল হক মাঝি বাড়ির সুমনের বসতঘরে বৈদ্যতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই সময় ঘরের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।