শনিবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে মোটরসাইকেল চোর আটক
কমলনগরে মোটরসাইকেল চোর আটক
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে মো রায়হান (৩২) নামে এক মোটরসাইকেল চোর আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। শুক্রবার রাতে হাজিরহাট ইউনিয়নের বাদশা মিয়ার মসজিদের সামনে থেকে আটক করা হয়। রায়হান রামগতি পোড়াগাছা ইউনিয়নের মো. সেলিমের ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, মো. বয়ান নামের এক মসল্লি হাজিরহাট ইউনিয়নের বাদশা মিয়া জামে মসজিদে মোটরসাইকেল রেখে এশার নামাজ আদায় করছিলেন। এ সময় চোর চক্রের সদস্য রায়হান তার আরেক সহযোগী মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে। পরে পার্শ্ববর্তী দোকান থেকে বিষয়টি বুজতে পেরে চিৎকার দেয়। ওই সময় মুসল্লীররা তাদের ধাওয়া দিয়ে রাহানকে আটক করলেও আরেকজন পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে রায়হানকে আটক করে থানায় নিয়ে যায়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আবদুল জলিল বলেন, এলাকার লোকজন রায়হান নামের এক মোটরসাইকেল চোরকে আটক করে পুলিশে খবর দেয়।পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। এখন পর্যন্ত কোন মামলা হয়নি। মামলা হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।





তানিয়া রবের গাড়ি বহরে সন্ত্রাসী হামলা; নব্য ফ্যাসিবাদের পদধ্বনি : শহীদ উদ্দিন মাহমুদ স্বপন
তানিয়া রব এর জনসভায় হামলা, ভাঙচুর ও বাধা গণতন্ত্রের জন্য গভীর হুমকি : শহীদ উদ্দিন মাহমুদ স্বপন
কমলনগরে ৩ অদম্য নারীকে শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার
কমলনগরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
কমলনগরে স্কলারশিপ বৃত্তি প্রদান ও অভিভাবকভাবক সমাবেশ
কমলনগরে নিয়োগ বিধির দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচী 