বৃহস্পতিবার ● ৮ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » জাতীয় » কমলনগরে ৯ মাসের শিশুকে নিয়ে পালালো নারী
কমলনগরে ৯ মাসের শিশুকে নিয়ে পালালো নারী
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে মালিহা ইসলাম ওহি নামে ৯ মাসের এক শিশুকে নিয়ে পালিয়ে গেছে অচেনা নারী। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে উপজেলার তোবারগঞ্জ ইউনিয়নের অগ্রণী স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
ওহি সদর উপজেলার ভবানীঞ্জ ইউনিয়নের চরউভূতি গ্রামের আবুধাবি প্রবাসী মো. সেলিমের মেয়ে। তার বড় বোন সাবিহা ইসলাম মিহি (৬) ওই প্রতিষ্ঠানের প্লে গ্রুপের ছাত্রী।
পুলিশসহ সংশ্লিষ্টরা জানায়, বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠান ছিল। এতে ওহি ও মিহিকে নিয়ে তাদের মা মরিয়ম বেগম বিদ্যালয়ে আসেন। মিহি যেমন খুশি তেমন সাজো ইভেন্টে অংশ নেয়। এতে ঘটনার সময় ওহিকে তার মা পরিচিত এক ছাত্রীর কাছে রাখে। এরমধ্যেই অপরিচিত এক নারী এসে তাকে কোলে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে প্রতিষ্ঠানের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেন। এতে দেখা যায় লাল স্কাপ ও কালো বোরকা পরিহিত এক নারী শিশু ওহিকে নিয়ে প্রতিষ্ঠান থেকে বের হয়ে যাচ্ছে। তবে তাকে কেউ চিনতে পারনি।
ওহিকে চুরির ঘটনা নিশ্চিত করে তার নানা মো. ওসমান বলেন, আমার নাতনিকে চুরি করে নিয়ে গেছে এক নারী। আমরা পুলিশকে জানিয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাকে উদ্ধারে পুলিশসহ সকলের সহযোগীতা চাচ্ছি।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। তবে শিশুটিকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।





কমলনগর ক্রিকেট লীগ সিজন -২ এর উদ্বোধন
খালেদা জিয়া সুস্থ হয়ে উঠার উপরে বাংলাদেশের অনেক কিছু নির্ভর করে : কমলনগরে জোটের প্রার্থী তানিয়া রব
তানিয়া রবের গাড়ি বহরে সন্ত্রাসী হামলা; নব্য ফ্যাসিবাদের পদধ্বনি : শহীদ উদ্দিন মাহমুদ স্বপন
তানিয়া রব এর জনসভায় হামলা, ভাঙচুর ও বাধা গণতন্ত্রের জন্য গভীর হুমকি : শহীদ উদ্দিন মাহমুদ স্বপন
কমলনগরে ৩ অদম্য নারীকে শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার
কমলনগরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত 