শনিবার ● ৯ জুলাই ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরের চরমার্টিন চৌধুরী বাজার উচ্চ বিদ্যালয় এমপিও হওয়ায় আনন্দ শোভাযাত্রা
কমলনগরের চরমার্টিন চৌধুরী বাজার উচ্চ বিদ্যালয় এমপিও হওয়ায় আনন্দ শোভাযাত্রা
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার দক্ষিন চরমার্টিন উচ্চ বিদ্যালয় এমপিও হওয়ায় আনন্দ শোভাযাত্রা করা হয়েছে। শনিবার সকালে ম্যানেজিং কমিটি, শিক্ষক/কর্মচারী ও চৌধুরীর বাজার ইউনিটের আয়োজনে বিদ্যালয় থেকে এ শোভাযাত্রা বের হয়ে চৌধুরী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বেগমগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো আহমেদ উল্যাহ সবুজের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কমলনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, ম্যানেজিং কমিটির সদস্য হারুনুর রশিদ ডিলার, চরমার্টিন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বেলাল, চরমার্টিন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য মো ইমান আলী, মো ওমর ফারুক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিব হোসেন সোহেল প্রমুখ।
প্রসঙ্গত, এ বছর নতুন করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ২ হাজার ৭১৬টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে।
বুধবার এক অনুষ্ঠানে যুক্ত হয়ে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিকালে এসব প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।





লক্ষ্মীপুর-৪ আসনে ৮ প্রার্থীর মনোনয়ন পত্র জমা
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের জোট প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ির মৃত্যু
কমলনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
কমলনগরে হৃদরোগ প্রতিরোধে সচেতনতামূলক সভা
কমলনগর ক্রিকেট লীগ সিজন -২ এর উদ্বোধন 