শিরোনাম:
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
---

Newsadvance24
শুক্রবার ● ৯ জুলাই ২০২১
প্রথম পাতা » সর্বশেষ » “সবুজ গ্রাম”
প্রথম পাতা » সর্বশেষ » “সবুজ গ্রাম”
৮৭৮ বার পঠিত
শুক্রবার ● ৯ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

“সবুজ গ্রাম”

আশিষ মণ্ডল
---

বসুন্ধার সবুজ ক্ষেতে,
শস্য মালার জীবন গেঁথে।
গাইব মোদের জন্মভূমি ,
সেথা রবে দেহ সাথে।
যাঁহার রক্তে এ দেশ রাঙা,
লিখে বোঝা হয় না জানা।
সবুজ গ্রামে ফলছে সোনা ,
আনন্দ আর হাসি কান্না !
পাখির কলরবে শান্ত গ্রাম
হানা দেয় হঠাৎ মহাকাল,
শিক্ষার বোঝা মাথায় লইয়া
তামসায় মগ্নতা বানচাল।
লিখতে কভু নাহি ভয়,
কিশোর আছে দেহের ভিতর।
ঝড়ের বেগে রক্ত নিতে ,
আঠারো আসে কিছু গড়তে।
পরিশ্রমে মূল্য কুলির ধন্য,
পেয়েছি শুধু অধিক অন্ন।
তবু কেন সব্বার্গ্রে নেই তাঁর ঠাঁই।
বদন ঢেকে কঁন্দন .
কোন উপায় নাই।
অন্ধকারে খনিজ আমি ,
আলোর ঠিকানা নাহি জানি।
বঙ্গমায়ের কথা শুনি ,
রাঙা মাটীর সোনার খনি।
বীর শহীদের তাজা রক্তে
রাঙিয়া আছে দেশের মাটি।
সেই মাটির সোনার ফসল,
কাটছে চাষী মুখে হাসি।
মুক্তমালা গাঁথিব মোরা,
পরাব তব অশ্রুজলে।
জীবন দিয়া রক্ষা করিব ,
উৎসর্গ হব তোমা কোলে ।

নদীর পাশে ছোট্ট গ্রাম
সবুজে সবুজে ঘেরা,
বরষার জলে মাটির গন্ধে
মাতাল চাষী পাগল পাড়া।





আর্কাইভ