সোমবার ● ৯ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » ওমানে বাংলাদেশীর মৃত্যু
ওমানে বাংলাদেশীর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

কমলনগর (লক্ষ্মীপুর) : ওমানে তাজাম্মল হোসেন সবুজ(৪৪) নামে এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। সোমবার বাংলাদেশ সময় ভোর ৫:৩০ টার সময় মাসকাট শহরের নিজ বাসায় মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত কারণে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন তার আরেক ছোট ভাই শরীফ মাহমুদ ফারক।তিনিও বড় ভাই সবুজের সাথে একই বাসায় থাকতেন। সবুজ লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের উপজেলা সংলগ্ন আবুল কালামের বড় ছেলে। তার বাড়িতে স্ত্রী ও দুই ছেলে রয়েছেন।
নিহত সবুজের ছোট ভাই স্থানীয় সাংবাদিক আমজাদ হোসেন আমু জানান, তার বড় ভাই দীর্ঘ দিন থেকে ওমানে থাকেন। গত দুই দিন থেকে বুকে ব্যাথা অনুভব করছেন তিনি। বিষয়টি আমাদেরকে জানালে আমরা তাকে দেশে চলে আসতে বলি। সকালে তার বুকের বেড়ে গেলে তার আরেক ভাই শরীফ মাহমুদ ফারুক তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে সবুজের মরদেহ ওই হাসপাতালে মর্গে রয়েছে।
প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের মাধ্যমে সবুজের মরদেহ দ্রুত দেশে আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানান তার পরিবার।





লক্ষ্মীপুর-৪ আসনে ৮ প্রার্থীর মনোনয়ন পত্র জমা
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের জোট প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ির মৃত্যু
কমলনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
কমলনগরে হৃদরোগ প্রতিরোধে সচেতনতামূলক সভা
কমলনগর ক্রিকেট লীগ সিজন -২ এর উদ্বোধন 