বৃহস্পতিবার ● ২ মার্চ ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে কন্যা শিশুকে আছড়িয়ে হত্যা করলেন বাবা
কমলনগরে কন্যা শিশুকে আছড়িয়ে হত্যা করলেন বাবা
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগর রুবেনা আক্তার নামে এক বছরের কন্যা শিশুকে মাথায় তুলে আছড়িয়ে হত্যা করলেন পাষন্ড বাবা। এ ঘটনায় স্থানীয়রা বাবা রহিম মিঝিকে আটক করে পুলিশে দেয়। বৃহস্পতিবার রাতে উজেলার মতিরহাট-তোরাবগঞ্জ সড়কের হাজিমার্কেট সংলগ্ন এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। রহিম মিঝি চর কালকিনি ইউনিয়নের ওয়ার্ডের শাহাব উদ্দিন মিঝির ছেলে।
স্থানীয়রা জানায়, রাত আটটার দিকে রহিম মিঝি তার এক বছর বয়সি শিশুটিকে রাস্তায় এনে মাথায় তুলে আছড়াতে থাকে। এতে শিশুর চিকৎকারে আশপাশ থেকে লোকজন ছুটে আসলে পাষন্ড বাবা দৌড়ে পালাতে চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে শিশুটিকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়লে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
কমলনগর থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, এ ঘটনায় বাবা রহিম মিঝিকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।





কমলনগরে কেসিএল’র খেলার ড্র ও ট্রফি উন্মোচন
কমলনগরে অসহায়দের মাঝে অনুদানের চেক বিতরণ
কমলনগরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
কমলনগরে কৃষকদের মাঝে বীজ ও সার সহায়তা প্রদান
রামগতি-কমলনগরে কোন চাঁদাবাজ ও সন্ত্রাসী থাকবে না : তানিয়া রব
কমলনগরে সর্দারসহ ৩ ডাকাত গ্রেপ্তার 