সোমবার ● ৯ মে ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » নিখোঁজ চার কিশোরী লক্ষ্মীপুর থেকে উদ্ধার
নিখোঁজ চার কিশোরী লক্ষ্মীপুর থেকে উদ্ধার
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : নানা বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে একসঙ্গে নিখোঁজ হওয়া চার কিশোরীকে উদ্ধার করা হয়েছে।
রোববার (৮ মে) সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের আটিয়াতলী গ্রামে জকসিন এলাকা থেকে পুলিশ তাদের উদ্ধার করে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, উদ্ধারকৃতরা জানান বাবা-মায়ের ওপর অভিমান করে তারা বাড়ি থেকে বের হয়।তাদের উদ্দেশ্যে ছিল ঢাকা যাওয়ার।
উদ্ধারকৃতরা হলো, সিমু আক্তার (১৪), সামিয়া আক্তার নিহা (১৩), জোবায়দা আক্তার (১২) ও মিতু আক্তার (১২)।তারা চারজন সম্পর্কে খালাতো বোন ও বান্ধবী ।
এর আগে শনিবার (৭ মে) সকাল ৮টার দিকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের বাদামতলীর গ্রামের বাড়ি থেকে বের হয়ে তারা নিখোঁজ হন।
এদিকে নিখোঁজ হওয়ার পর শনিবার রাতে কমলনগর থানায় সাধারণ ডায়েরি করে ওই চার কিশোরীর দাদি আকলিমা বেগম।
থানায় জিডি করার পর তাদের উদ্ধার অভিযানে নামে পুলিশ।





জাতীয় শ্রমিক শক্তি’র যুগ্ম সদস্য সচিব হলেন রামগতির কৃতি সন্তান ‘পীরাচা’
কমলনগরে প্রবীণ সাংবাদিক হাফিজ উল্লাহর দাফন সম্পন্ন, প্রেসক্লাবের শোক
কমলনগরে স্কুল পর্যায়ে টাইফয়েড ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন
৫ দফা দাবিতে কমলনগরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ
কমলনগরের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবকের ওপর হামলা
কমলনগরে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে ৪ হাজার বিবাহ নিবন্ধন, হাতিয়ে নিলেন কোটি কোটি টাকা 