বৃহস্পতিবার ● ২৪ মার্চ ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে আহত
কমলনগরে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে আহত
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের কমলনগরে আহমদ উল্লাহ (৩৫) নামে এক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মতিন ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে। আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতিতে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ২৫টি সেলাই করা হয়েছে।
জানা যায়, আহমদ উল্লাহ দীর্ঘ দিন ওমানে ছিলেন, ওমানে থাকা অবস্থায় সড়ক দুর্ঘটনায় তার পা ভেঙ্গে যায়। দীর্ঘ দিন থেকে একই বাড়ির আমির হোসেনের সাথে তার দ্বন্দ্ব ছিলো। ঘটনার দিন দুপুরে আমির হোসেনের ছেলে আরিফ হোসেন তাকে ল্যাংড়া বলে তুচ্ছ তাচ্ছিল্য করছিলো। এতে কথা কাটাকাটির এক পর্যায়ে আমির হোসেন, তার ছেলে আরিফ হোসেন ও স্ত্রী পিয়ারা বেগম আহমদ উল্লাহকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পরে অবস্থা বেগতিক দেখে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় অভিযুক্ত আমির হোসেনের পরিবারের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য নেওয়া সম্বব হয়নি।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আরো জানান।





কমলনগরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
কমলনগরে স্কলারশিপ বৃত্তি প্রদান ও অভিভাবকভাবক সমাবেশ
কমলনগরে নিয়োগ বিধির দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচী
কমলনগরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া
কমলনগরে ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টদের কর্মবিরতি
কমলনগরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ 