বুধবার ● ২৬ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » লঞ্চঘাটে চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার -৩, পদ থেকে বহিষ্কার
লঞ্চঘাটে চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার -৩, পদ থেকে বহিষ্কার
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
![]()
লক্ষ্মীপুরের রামগতিতে লঞ্চঘাটে চাঁদা তুলতে গিয়ে অবৈধ রশিদসহ মোঃ তোহিদুল ইসলাম নয়ন নামে ছাত্রদল নেতাসহ তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় বুধবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলে স্বাক্ষরিত এক চিঠিতে নয়নকে বহিষ্কার করা হয়।
এর আগে মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে কোস্ট গার্ড চাঁদাবাজির অভিযোগে মামলায় করলে ওই মামলা তাদের গ্রেপ্তার দেখানো হয়। ওই দিন বেলা ১১টার দিকে উপজেলার আলেকজান্ডার আসলপাড়া লঞ্চঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে কোস্ট গার্ড। এসময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে চাঁদা উত্তোলনের অবৈধ রশিদ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ তোহিদুল ইসলাম নয়ন আলেকজান্ডার আ স ম আবদুর রব সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং চরপোড়াগাছা ইউনিয়নের তাহের বাজার এলাকার আইয়ুব আলী মাঝির ছেলে। তার দুই সহযোগী আলেকজান্ডার আসলপাড়া এলাকার মোছলেহ উদ্দিনের ছেলে আহাদ ও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আলা উদ্দীনের ছেলে ইকবাল হোসেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, মেঘনা নদী দিয়ে প্রতিদিন ৩০ থেকে ৪০টি বালুবোঝাই বাল্কহেড বিভিন্ন স্থানে চলাচল করে। এসব বালু বহনকারী বাল্কহেড থেকে তারা প্রতিদিন ৫০০ থেকে ১ হাজার টাকা নিয়মিত চাঁদা নেন এ চক্রটি। এমন খবর পেয়ে কোস্টগার্ডের রামগতি কন্টিনজেন্টের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।
রামগতি উপজেলা কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার (সিসি) সফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে নয়ন আলেকজান্ডার লঞ্চঘাটে গিয়ে চাঁদাবাজি করার খবর তারা পেয়েছেন। পরে কোস্ট গার্ডের সদস্যরা হাতেনাতে তাকে রশিদ সহ আটক করেন। চাঁদা তোলার কথা নয়ন নিজেই স্বীকার করেছে। নয়নসহ তার ২ সহযোগীকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন বলেন, কোস্ট গার্ডের পক্ষ থেকে নয়ন সহ তিনজনের নামে একটি চাঁদাবাজীর মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





কমলনগরে অসহায়দের মাঝে অনুদানের চেক বিতরণ
কমলনগরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
কমলনগরে কৃষকদের মাঝে বীজ ও সার সহায়তা প্রদান
রামগতি-কমলনগরে কোন চাঁদাবাজ ও সন্ত্রাসী থাকবে না : তানিয়া রব
কমলনগরে সর্দারসহ ৩ ডাকাত গ্রেপ্তার
কমলনগর প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা 