বুধবার ● ১২ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » জাতীয় » কমলনগরে ৮ বছর থেকে বিনামূল্যে চক্ষু সেবা দিচ্ছেন ‘ভিশন সেন্টার’
কমলনগরে ৮ বছর থেকে বিনামূল্যে চক্ষু সেবা দিচ্ছেন ‘ভিশন সেন্টার’
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
![]()
লক্ষ্মীপুরের কমলনগরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দিয়ে আসছেন ‘ভিশন সেন্টার’। চাঁদপুর মাজহারুল হক (বিএনএসবি) চক্ষু হাসপাতালের তত্বাবধানে দীর্ঘ ৮ বছর থেকে প্রাথমিকভাবে এ সেবা দিয়ে আসছেন তারা। এ উপলক্ষে বুধবার দুপুরে ‘ভিশন সেন্টার’ তাদের কার্যালয়ে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং স্থানীয় গণ্যমান্যদের নিয়ে অরিয়েন্টেশনের আয়োজন করেন। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান। বিশেষ অতিথি ছিলেন, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রান্তিক সাহা, হাজিরহাট হামেদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের ও প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর মাজহারুল হক চক্ষ হাসপাতের প্রোগ্রাম অফিসার মো. আল আমিন।
ভিশন সেন্টারের শুভানুধ্যায়ী সাইফুল্লাহ মনিরের সঞ্চালনায় ওরিয়েন্টেশনে আরো উপস্থিত ছিলেন, মাতাব্বরনগর দারুণ সুন্নাত আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলা আলী হোসেন, হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমি’র প্রধান শিক্ষক মো.সাখাওয়াত হোসেন, চরফলকন সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা হাবিব উল্লাহ বাহার, হাফেজ নুরনবী ও ভিশন সেন্টারের পরিচালক ডা. আবু ছায়েদ রায়হানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন।





কমলনগরে সর্দারসহ ৩ ডাকাত গ্রেপ্তার
কমলনগর প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
কমলনগরে মুসল্লীদের বিক্ষোভ ও মানববন্ধন
কমলনগরে ১৩ ব্যবসায়ির জরিমানা
জাতীয় শ্রমিক শক্তি’র যুগ্ম সদস্য সচিব হলেন রামগতির কৃতি সন্তান ‘পীরাচা’
কমলনগরে প্রবীণ সাংবাদিক হাফিজ উল্লাহর দাফন সম্পন্ন, প্রেসক্লাবের শোক 