

শুক্রবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » ৫ দফা দাবিতে কমলনগরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ
৫ দফা দাবিতে কমলনগরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই জাতীয় সনদ ও পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলা হাজিরহাট হামেদিয়া কামিল মাদ্রাসার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি হাজিরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেয়। মিছিল শেষে হাজিরহাট ইউনিয়ন পরিষদের সামনে সমাবেশ করেন তারা।
কমলনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল খায়েরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, লক্ষ্মীপুর জজকোর্টের আইনজীবী আবদুল্লাহ আল মারজান রোম্মান, জামায়াতের সেক্রেটারি আকরাম হোসেন, জামায়াত নেতা মিজানুর রহমান মান্না, মিজানুর রহমান ও ছাইয়েদ আনোয়ার হোসেন।
এ সময় বক্তারা- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান তারা।