শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২
---

Newsadvance24
মঙ্গলবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » বিরল রোগে আক্রান্ত কমলনগরের ছাত্রদল নেতা ‘ইউছুপ’ বাঁচতে চায়
প্রথম পাতা » চট্টগ্রাম » বিরল রোগে আক্রান্ত কমলনগরের ছাত্রদল নেতা ‘ইউছুপ’ বাঁচতে চায়
২০৫ বার পঠিত
মঙ্গলবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিরল রোগে আক্রান্ত কমলনগরের ছাত্রদল নেতা ‘ইউছুপ’ বাঁচতে চায়

ইউছুফ আলী মিঠু,  নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর)  : লক্ষ্মীপুরের কমলনগরে বিরল রোগে আক্রান্ত  সাবেক ছাত্রদল নেতা মো. ইউছুপ বাঁচতে চায়। এমএনডি নামক এক জটিল রোগে আক্রান্ত হয়ে সহায় সম্বল হারিয়ে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সে। মো.ইউছুপ উপজেলার চরফলকন ইউনিয়নের ২নাম্বার ওয়ার্ডের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি ২০১২ সাল থেকে দীর্ঘদিন উপজেলার চরফলকন ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক ছিলেন। ওই সময় সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় অংশ গ্রহন ছিলো তার। বর্তমানে তার পুরো শরীর প্যারালাইসড হয়ে গেছে।

‎জানা যায়, উপজেলার চরফলকন ইউনিয়নের মৃত মোস্তাফিজুর বহু আগে মারা যান। বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরে ইউছুপ। দীর্ঘদিন হাজিরহাট বাজারে ব্যবসাও করেছেন। ২০২১ সালের পুজির অভাবে ব্যবসা ছেড়ে সে আবুল খায়ের গ্রুপে ঢাকার কুড়িল বিশ্বরোড এরিয়ার এসআর হিসেবে যোগ দেন। ওই বছরেই কোম্পানী পরিবর্তন করে সোয়ান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লি: খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, সেলস এক্সোকিউটিভ হিসেবে যোগদান করেন। সোয়ান গ্রুপে চাকরিরত অবস্থায় সে অসুস্থ হয়ে পড়ে এবং তার ডান পায়ের হাঁটুর নিছের পিছনের মাংস পেশিতে মৃদ ব্যথা আরম্ব হয়। যার প্রভাবে পর্যায় ক্রমে  এক বছরের মাথায় ডান হাত এবং ডান পাও প্যারালাইজড হয়ে যায়। পরে খুলনার ইসলামী ব্যাংক হাসপাতাল,পপুলার হাসপাতাল, ল্যাবএইড হাসপাতাল চিকিৎসা নিলেও কোন রোগ নির্ণয় করতে পারেনি চিকিৎসকরা।

‎নিরুপায় হয়ে সে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি হয়। দীর্ঘ চিকিৎসার পর ডাক্তাররা এক জটিল রোগ (এমএনডি) হিসেবে সাময়িক নিশ্চিত করেছেন। পুরোপুরি নিশ্চিত হতে তাকে ইবনে সিনা হাসপাতাল, এ এম জেড হাসপাতাল ও সিলেট ইবনে সিনা হাসপাতাল ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসার পর চিকিৎসকরা এম এনডি রোগ হিসেবে পুরোপুরি নিশ্চিত করেন। রোগ নির্ণয়ের পর চিকিৎসকদের সর্বশেষ পরামর্শ হচ্ছে দেশে প্রচলিত স্কিন সেল থেরাপির মাধ্যমে চিকিৎসা করানো সম্ভব।  তার এ রোগের জন্য সর্বনিম্ন ১০ থেকে ১৫ টা স্কিন সেল থেরাপি নিলে হয়তো এ জটিল রোগ থেকে সে মোটামুটি সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর একেকটি থেরাপির ব্যয় ৯০হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে। এছাড়াও এ রোগীকে ভারতের চেন্নাই অথবা থাইল্যান্ড নিয়ে চিকিৎসা করাতে পারলে সে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এখন সহায় সম্বলহীন ইউছুপের পক্ষে তার চিকিৎসার ব্যয়ভার বহন সম্ভব হচ্ছে না। ১৫ থেকে ২০লাখ টাকা হলে তার পুরোপুরি চিকিৎসা সম্ভব। তাই তিনি সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করছেন। তাকে সাহায্য পাঠানোর ঠিকানা- মো. ইউছুপ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লি: একাউন্ট নাম্বার - ১৩১১০০০৬৭৮৩৯৮, বড় বাজার, সাব-ব্রাঞ্চ(১৪৫৪৭১৫৪৯)। বিকাশ বা নগদ পার্সোনাল ০১৩১০৯০৪৮৬২।





আর্কাইভ