শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২
---

Newsadvance24
শনিবার ● ৯ আগস্ট ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কমলনগরে মানববন্ধন ‎
প্রথম পাতা » চট্টগ্রাম » সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কমলনগরে মানববন্ধন ‎
৫৯ বার পঠিত
শনিবার ● ৯ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কমলনগরে মানববন্ধন ‎

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

---

গাজীপুরে প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরের কমলনগরে মানববন্ধন করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলা সদর হাজিরহাট বাজারে কমলনগর প্রেসক্লাব এ মানববন্ধনের আয়োজন করে। কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, হাজিরহাট উপকূল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জেএসডির সভাপতি আবদুল মোতালেব, হাজিরহাট উপকূল সরকারি কলেজের বর্তমান অধ্যক্ষ মো.জামাল উদ্দিন তালুকদার, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, গণঅধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক সার্জেন্ট সোলাইমান, উপজেলা যুবপরিষদের আহবায়ক মাহমুদুর রহমান বেলাল, কমলনগর প্রেসক্লাবের উপদেষ্টা কাজী মুহাম্মদ ইউনুছ, সাইফ উল্লাহ হেলাল, সহসভাপতি এ আই তারেক, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম, অর্থ সম্পাদক আমজাদ হোসেন আমু, প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি এম এ এহসান রিয়াজ ও যুগান্তর প্রতিনিধি শাহরিয়ার কামাল। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.ফয়েজের সঞ্চালনায় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, জুলাই যোদ্ধা শহীদ মাসরুরের ছোট ভাই মাওলানা হুমায়ুন কবির, প্রেসক্লাব ক্রীড়া সম্পাদক শরিফুল ইসলাম, সাংবাদিক সিরাজুল ইসলাম, আব্দুর রহমান বিশ্বাস, ইব্রাহিম সুলতান, ইব্রাহিম, শাহজাহান, সাইফুল্যাহ মনির, আহম্মেদ শরিফ, নুরনবী, হাজির বাজার পরিচালনা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবর রহমান মঞ্জুর, জাতীয় সমাজতান্তীক দল শ্রমিক জোটের যুগ্ম আহবায়ক আবদুল কাইয়ুম, যুব পরিষদের যুগ্ম আহবায়ক শিব্বির মাহমুদ দেওয়ান, আবুল বাছেত খোকন।

‎মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও এখনো আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি না। আমরা আর খুন নির্যাতন চাইনা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যারা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার নিষ্পত্তি করতে হবে। এছাড়াও স্বাধীনতার পর থেকে সাগর-রুনিসহ যত সাংবাদিক নিহত ও হেনস্তার স্বীকার হয়েছেন তাদের সকল অপরাধীকে বিচারের আওতায় আনতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।





আর্কাইভ